আধুনিক নগরায়ণের নামে ব্যাপক উন্নয়ন ও দৃষ্টি নন্দিত রাস্তা, আলোক সজ্জা,বঙ্গবন্ধু মোড়াল, লেক, ব্রিজ,শিশিুদের বিনোদন স্থান সহ নানান প্রকার উন্নয়ন হয়েছে পটুয়াখালী সদর উপজেলায়। বরিশাল বিভাগের দক্ষিণ এ জনপথটি এখন দেশের অন্য আর দশটি জেলা বা পৌরসভার মধ্যে এক নতুন মাত্রা এনেছে। মুক্তিযুদ্ধের সৃতি এবং ভাষা শহীদের সম্মানে বর্তমান পৌর পিতা (মেয়র) আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের ভূমিকা উল্লেখ যোগ্য। সম্প্রতি সময়ে আনন্দ বিনোদনের জন্য শহরের সার্কিট হাউস চত্বরের শেখ রাসেল শিশু পার্কের সংলগ্ন এবং নির্মানাধীন শহীদ মিনার সামনে আয়োজন করা হয়েছে পটুয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা। মাস ব্যপি এ মেলায় আয়োজন করা হয়েছে নানান প্রকার বাহারি বিপনি বিতান ও শিশুদের চিত্ত বিনোদনের বিভিন্ন প্রকার রাইডসহ বাহারি রকমের খাবারের দোকান। মেলায় গুরতে আশা নানান বয়সের শিশু,নারী,পুরুষদের মাঝে সমাজের বিত্তবান দের মতামত কিছুট সন্তসজনক হলেও অভিযোগ রয়েছে নিম্ন আয়ের মানুষের। পটুয়াখালীতে শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে গলাকাটা ব্যবসা। দর্শনার্থীদের অভিযোগ অতিরিক্ত টাকা বিভিন্ন রাইড ও প্রবেশ মূল্যর কারণে গুরতে নিয়ে আসা শিশুরা বিনোদন থেকে হচ্ছে বঞ্চিত, শিশুদের আবদার পূরনে অভিভাবকরা হয়ে পরছে অসহায়, শিশুদের কাছে হতে হচ্ছে লজ্জিত এবংকি পোষাক পরিচ্ছদ ক্রয়ে ক্রেতারা হচ্ছে প্রতারিত। তাছাড়া বিত্তবান ও সাধারণ মানুষ একই মন্তব্য মেলায় নিম্নমানের মালামালে সয়লাব,অস্বাচ্ছ্যকর স্যানিটেশন ব্যবচ্ছা মেলার পরিবেশ দুর্গন্ধ ছড়াচ্ছে,শারীরিক অবনতি হুমকির মুখে আশে পশের অবচ্ছান রত এবং গুরতে আশা দর্শনার্থীরা। তাছাড়া নির্মানাধীন শহীদ মিনারের সামনে টয়লেট নির্মাণ ও তা থেকে নির্গত দুর্গন্ধ মেলাকে কেন্দ্র করে আশা ও পৌরসভার আধুনিকতার ছোয়া নিতে আসা দর্শনার্থীদের কাছে বিষয়টি দৃষ্ট কটু মনে হচ্ছে। দর্শনার্থী ও স্থানীয় নানান পেশার সধারণ মানুষ মনে করছেন মহান স্বাধীনতা ও ভাষা আন্দোলনের সেই আত্তত্যাগ আমাদের বর্তমান প্রজন্ম কিছুই জানে না বর্তমান সময়ে বই,সোসাল মিডিয়া ও সংবাদ পত্র ছাড়া আর কোন মাধ্যমে এ প্রজন্ম পরিপূর্ণ শিক্ষা বা গুরুত্ব বোঝেনা।এ পৌরসভার বর্তমান আধুনিকায়ন পূর্বের সংকীর্ণ পরিবেশে নির্মিত শহীদ মিনারে প্রতিবছর স্থান সংকুলান না হওয়ায় নানান প্রকার জটিলতা পোহাতে হত পৌর বাসির সে আলোকে নতুন নির্মানাধীন শহীদ মিনার এ থেকে মুক্তি দিবে বলে তারা মনে করেন। তবে নতুন নির্মানাধীন শহীদ মিনারের পাদদেশে মেলা কমিটির টয়লেট শহীদ মিনারকে তথা ভাষা আন্দোলনের শহীদের অপমান করা হয়েছে বলে সাধারণ জনগণ মনেকরছেন।