ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের কামারখালীতে ফরিদপুর শাখার অধীনে আই. এফ .আই সি. ব্যাংকের উপ শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার সুধী বান্ধব ক্লাব রোডে সাহা প্লাজায় নবনির্মিত ব্যাংকের উদ্বোধন করেন ফরিদপুর আই.এফ আই.সি ব্যাংকের এভিপি মোঃ ইফতেখার আহম্মেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর শাখার সিনিয়র সেলস এন্ড মার্কেটিং অফিসার মোস্তাফিজুর রহমান রানা, সেলস এন্ড মার্কেটিং অফিসার মোঃ মনির হোসেন (শাহিন), লোন পারফরমেন্স অফ মেনেজমেন্ট অফিসার দেবরানী পাল, লোল অফিসার শামীম হোসেন, কামারখালী আই.এফ.আই. সি ব্যাংকের উপ শাখার ইনচার্জ আদনান। এ ছাড়া আরো ছিলেন আসাদুজ্জামান সবুজ, কামারখালী বাজার বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মতিউল ইসলাম মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী প্রশান্ত কুমার সাহা, যুগ্ন সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম আরিফ সহ-যুগ্ন সাধারন সম্পাদক ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী , ফরিদুল ইসলাম, গোলাম মোস্তফা, দিলীপ কুমার সাহা, পলাশ কুমার সাহা, অচিন্ত কুমার দাস প্রমুখ। সবার বক্তব্য শুনে প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশের অন্যান্য ব্যাংকের চেয়ে এই ব্যাংকও সর্বো”চ সেবা দিয়ে এগিয়ে যাবে। কর্মকর্তাগন বলেন –এই ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে আলাদা এক একাউন্টে সব সেবা। চার্জ বিহীন যে কোনো এটিএম বুথ ব্যাবহার করতে পারবে। এক ঘন্টার মধ্যে ব্যবসায়ীদের ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা ঋণ দেওয়াও হয়ে থাকে। তাছাড়া নিয়ম অনুযায়ী গ্রাহকের চাহিদা মোতাবেক বাড়ী ও ব্যবসা বানিজ্যে করার লোন দেওয়া হবে। । এছাড়াও আমাদের এখানে গ্রাহক সেবা নিশ্চিত করে সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়া যাবে বলেও জানান ব্যাংক কর্মকর্তা।