ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সড়কের উপর চলছে অবাধে মৌসুমি ফসল শুকানোর কাজ। যার ফলে একদিকে যেমন রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি বৃদ্ধি পেয়েছে সড়ক দূর্ঘটনার আশঙ্কা। জমি থেকে বিভিন্ন ধরনের ফসল কেটে এনে ¯‘ুপ করে রাখা হচ্ছে সড়কের উপর । আর এ অবস্থায় সড়কের উপর বিভিন্ন ধরণের ফসল শুকানো ছাড়াও ফসলের মাড়ানোর কাজ চলছে সড়কের উপরেই। এ ছাড়া ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রোদে শুকানো হচ্ছে। এতে সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যানবাহনের মধ্যে প্রতিনিয়ত অটোভ্যান, সিএনজি, মোটরবাইক, রিক্সা-ভ্যান এবং ইজিবাইক বেশি চোখে পড়ে। এসব গাড়ী চালকেরা সর্বক্ষণ দুর্ঘটনার আতঙ্কের মধ্যে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে। মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের নুর হোসেন নামে এক ভ্যানচালক বলেন, এরা নিয়ম-কানুন তোয়াক্কা না করে সড়ক বন্ধ করে সড়কের উপর গম, কলাই, ধুনে, মুসুরি, মসনা, সহ ডাটা শুকাচ্ছে স্থানীয় কৃষক-কৃষাণীরা। সড়ক গুলো দেখলে মনে হয় চলাচলের জন্য সড়ক নয় এ যেন খড় শুকানো ব্যক্তিদের পৈত্রিক সম্পত্তি তাছাড়া রাস্তার উপর ফসল নেড়ে তার ভ্যানের চরম ক্ষতি হয়েছে। তাছাড়া কে বা করা রাস্তার উপর নাড়া ফসলের রাতের বেলা আগুন ধরিয়ে দিচ্ছে যা আশেপাশে রাস্তার ধারে বসবাসকারী মানুষেরা আতংকে আছে। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সচেতন নাগরিকগন দাবী জানান ।