ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করায় উপকার ভোগীদের নিয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এ আনন্দ র্যালি বের হয়। পরে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ্ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলীম সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ। এরআগে সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে ১৫৯টি উপজেলার সাথে আলফাডাঙ্গা উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা দেন। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক জানান, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আলফাডাঙ্গা উপজেলায় তিনটি ধাপে এ পর্যন্ত সর্বমোট ৭৩৫টি ঘরের মালিকানা উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এরপর সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নের প্রেক্ষিতে গত ২০ মার্চ টাস্কফোর্স কমিটি সভার মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার জন্য প্রস্তাব প্রেরণ করা হয়।’