নানা কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ফরিদপুর বিচার বিভাগ। এ উপলক্ষ্যে (১৭ মার্চ) শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা শুরু করা হয়। পরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে কেক কাটা হয়। একই সাথে দিনটি স্মরনীয় করে রাখার লক্ষে আদালত চত্বরে একটি সবেদা বৃক্ষ রোপণ করেন জেলা দায়রা জজ মোঃ আকবর আলী শেখ। এ ছাড়াও সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর বিচার বিভাগের আয়োজনে, চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় ফরিদপুর সিনিয়র জেলা দায়রা জজ মোঃ আকবর আলী শেখ এর সভাপতিত্বে, সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মোঃ আব্দুল হামিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মঈনদ্দীন চৌধুরী, জেলা লিগ্যাল এইডের সচিব ও সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান তামান্না প্রমুখ। এসময় যুগ্ম-জেলা জজ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ বুলবুল ইসলাম, সদর সহকারী জজ প্রথম আদালতের বিচারক মেহেদী হাসান সহ অন্যান্য উপজেলা সহকারী জজ আদালতের বিচারক ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মন্ডলী উপস্থিত ছিলেন।