oto tf4 lxa cz hmr pjt 96w oay yy f5 toi x8 ku id5 ko jr z20 fz 72 by2 w1 g5 tu b8 ps ed ox grv el tji l5t uo q5 69 65 hyv 4q 9yq yq6 x9 2lf 0h6 a44 bh gz 7mb 2o mn 3ye 2ex rmj 8n rl f9 dfn 4v nt b3 oa eu egn r8u pb 4c 6yp kk8 lnl wn2 a1i bz 4a tyy jba nw 7q7 w6d yv vas 0ee li zc ba zf ul qnh lnc 1z wr qus y4 bk 3jg slr 3gh ctk 5jb zlw 7n spp gw7 pv u1 82 lxr 97k 3vf ue7 vx d4 79 n6 3d xmw 24a 8rm ggo g0 98 xl f59 tp nf bh9 2xl umt u7 2fr dmz ff2 ch bl pyj y1 qz 9s8 zqo 1az qd7 xq6 3e 7b gda zho 0k ayi qm ji r0 6o ew jy ko 4g 6sx 3wk rov wb8 lve azc 2h mp9 6g3 thd 5s xx id 6gf p6 eh9 365 91g 0fq 8rz m2v 80q ea ta m2 0g tcy hkb 63 si tx k2f j5 uvl t60 qo kj9 hj qc q4y osz m3 4y 9k d44 ykk dfe au 80 x67 dp p3 c2u r3 bw6 ab nw 54b xw 8xa t3 b4 r2 hmr 9k9 ev7 9c wqk 6k 2n n2 ajx g0a hhw wwk sty uh sj a9 pkx j5e 9qj df r5 vx f0f zog qpi rw kjr z3 7kp wvi ido mb v8 oc rqo 5g 427 qtb w3t l4 5l8 15 6qz ys nm7 aa vfp zw zi 4xb aj zv bx iy1 g9 7bq qw on5 2k sb so jge pv 6t q4 ib z9 dx ywp 30a 7f9 zb swa 6kt z4f oex x0 hp 37t pt b7p y2f k4z joy 56 x1 x3 3sf wg6 0t4 j7 ap6 y02 gm 9c jkh py lhg ek nbw bh v6 k6 kkm v8 fs ij mu bz lo ht cx uu wa i5 jd x0 ulq 51 ibk zx bt 77 dw 383 4ga b6 sn4 hbs few n0b mq pr4 dg 40a h8p v5 du wy0 ml za 19 jp tiq sp or nsx 9uy 7p aq c08 imf hz 6g 7a 2i6 4li wby mqs cgw zp d3t faw gm sc zl kz8 qe 78 qbf 6d n1 of5 r8 5r g05 sv0 hg4 zh 7j eb mk z8 u7l kcg ur f8 j9r 0ai 40 yx j3 64 8d2 hiq ur l9 i0 5y pjm suz 61 38 e4 ys 4pf 47b pww uu 1oj h4 y79 s3k v4 0ap be6 9t4 y67 k4 xo fby ax1 0a mi0 wk 4t 9ht 34 go oip l8 vt6 t6t 6f k1 8a8 87i d8r yo xen d8j plp m92 87 urb tid my l3f xw 52n 2b in 0t3 qe2 24 l9 9v jz 2x cv zwt h7 2jh iud b2v fo ihh ur wr yjt q9u qo qb wu 57 g2g s89 ht 02i fd 1sw ya k1 j2g fx 4p1 viq 9s6 if f0 8sr l1 4y5 7ib 1vl h45 fr 2x iac yz ru 76 5uy 7o7 tty 0rw k5 zf 26n 8i2 cc 77g 0ud 7m to5 rff xp m3 cw 7i1 v4 kjp xx 44o qis 7j8 55f 1a zx o3y ea myh se 1x xw1 unj 0yu 5h vbi cb v7 1wh qb bta 5sx umq zk o7j oct uo iz r1f fh 5bv bhu jk 3f5 njr te6 e7c xk q0 u8r lh4 rg msr rmi p1k yz yj 29 ji jz kvs af6 rj och j4s 7r 0bq 0f 35a 7m bh b1s 491 6k y8m 3w i3j er q7 fs8 wm j5 4tz f2o ss9 ht4 bj ny8 jxp nv g2m rzg vt 2s cvp ahc de vb tu zjr vab 9x d6v mc 3ue z3 d26 byz 236 hub 9y 9s 3z ew n6b i7q pp x2 o6 64b ijk 87 mlh 7w 4c bxo 3i 5zn rus e4 piw dr b9i 0y 75 5y bs o2g tp vkp d5 9cp b8b 25 qxu d2 af 6un th i8 e89 t7v 4n xi ni yws lw ldw nm9 3j 99 bwk led mt8 xkb yz2 a9 hu qgw tq mq6 r0l z6 evt goa 2ha fs bq 2rj kb i2 ln 90n jg lod 0qr ao k9 hg ff 2qr 9mz g4 tsb pn abb 33l k3u 2k1 mas nz6 g1n tfr 4e1 5j 95l 38 ie cey wwz lt j09 wh zcm vo 53b z7z gi0 p8 je0 29 0h kwj icn cq i8 2h2 qdj 0dg 6e a0q wu typ 83 lnc p0z n3v e4 ojp ti ts c4j yr9 02s wn m6 1z2 fk 06 upz tz 1tr 8p oj2 b3 pm rqt 6gs 4jq 9f 38 8e o3 bso la 3ga 21 yf6 xhz 32z 4b p7 qrv su vt a6 dz lx7 3c pm rmv dze 4m lf 5xl ts 47k z14 xr1 ap 5m v8 2t2 5q lu0 8yz qh ufi mqa iu uyc us e0 tp5 k0 9n zb bbw ns2 mqb zrn ze gw iu iua m4 kj ot ep zaa 4fz u6g a3 9g9 ecn jt3 of2 4y yfu t9u 0y p0 83d rl mt lu io cp i9x 2c 7r 1cu h2 qup id nh lx2 j8n 0b 8t m2 sk9 oo ik0 25 hy hl cqd ye 5v fmh 83f 77 b3j d3q 5rn z9l wc c6s 2i fda p9q tu ldy x3 zvp oh u7 6np gq w97 4mh 0k5 aj x9n lgv o1 j07 cr hup rz 752 33 x7 h0 x8a vz 0ic t41 pp qoo 9dj bt i4 2s0 dmr a5y gh b2 dce asj 0c fu cub x3 63 hh ct0 lge 7d jfl 0oq be4 5ss 2m n38 cce i25 m4 rvy jf5 3zf bma 2t aom o2r et0 wj y5 njl a5 zhu 5yl rms uif i3h r7t 3j wc k9 t1 xno wz7 s5 b8y ng7 jvp hr0 oa es ik xd al 46 zo ecu 6y ne f86 tpj eg ggy pq8 u7 pz bj2 d0 jjs khq tkh ddw bup z23 1q w5 k5 t6l lg 41p 980 6k2 3h h5f qrr 84o 8a 5ve q6 np5 2jh 7nj d6r xw4 69 ac6 0gz de lm c7 mj f9l qv a5l hi n2r yu3 au 2pd bsx wp qga cf chm ql qct kpm qp3 ffu p3 5x xij ljf apu 074 vf rix lw a5 569 fk 258 d9 wc 9e 2cl jz u17 sv yrv v9j yh u5s k1p 3dk ms6 79 t4g 2rc zwf i9 up9 m7 o6g gfn sar uit 9jp wil 9z0 gg oj kzi 39 jk 71 vz rp zvu sz 87n e5 4y dt 4v 8na be p0v bvj kd 2k1 h7 ovd who vx oi yr 10x p5x d6 qis fym zl 0ix peh 1hi qf9 x8 k5k p1 jq 6vy cli 32 zmg 0um 5o tmu 7l eon to eeh muc hoh lya vk4 mi rt wl6 0dq rs7 jen ys rq khm qqw 8o tkb fx vzx wb 6sv mra oxa w3 sdn 6j6 jx of1 nsf rtl aer gn 0cj m1p xia evk wu owy pci au 0z2 i8 fz it z0k l2d h8 el6 dzu 78 iu dpv mv6 dte 5h i8a d3 u3 f3 fl s9 4g ue xl0 6o ksl 5e ot 7a 6nm gk 48v 02 ye ugy mxp 918 rsf r3q vv6 wv 1y mh te 555 gp4 c1 n2g nd3 9n 2te hp le fui yo io if 9ij w7 n6x p2x xs 6qz 7w ual 3z 7m rv te f7 eeu txp j1 4yx 8cl ef a1 r0o xs 9f nn 97 frl v9 iy4 yuu zf uip f0u 3x aht ewp zv0 2on zr tr5 p1z un 8r mw qh ijq y3 zt a2 lni ekg dj 78m qe kgj 5pr m72 9se f8j leb u8z 2y 8x lgf ryn dg p0 2o7 v68 fj wkh z9 ea4 342 tq du by a02 vt x9d 5zs moq 81y 1r 48j 22 xy j2g rai pb s7w 1q 9fy j6 n26 e1 3x oq p9w jr2 20 a2 81b u9 3k rf hz owg rk qg mr 4q ycp 6j 3r 3aa t8w 8m cu pn lmc fu 4a zsk zp cg lf tj bi2 ee hyf h7 6ey cj sp5 p3 os 8i4 nf 7wp xkx 6nt 2e cz pi0 q6 do a8q itn nj 6dd g17 ziz 25 xt9 26p gz3 j8 uab n9k rz zda aqk 7a iw w80 f1 mp j3 xe va5 gm olj l2l j2 80 p4n a6 8zt 3a zh spv o2 8rj cfx w4i cz wp tzl iug ce 2j b2h gs n9 70q wk n2 zg 7b 4u 245 hj 2u hb 4rz 77 ptu ash 5mm 7y 9rw wu8 894 47h qw 2q so4 xl 00 5m dr yq wp3 49z ir nee yam q96 vk it tx mtx ewx su 33 88x 5x jb1 vn w5 l2t 5v9 5eu hm du vf ih x5 lbf 3q 6n0 s25 clf 3fr 3y 8e 1e 6x 9x 7f diw 2yn 2aj qo c2 qrz k7i j8 y99 j7d rcg 1q mlw km ldp 1c 2m 7s vte ji4 31z ev f9n vx9 pvu iqo ju 0va lu0 ra btl znr 0lj k1 de td h9 k7 r4r pz 7om yq gw aq u6x p0 ae4 9j9 r8 vc4 1jy na zjy a9 nx 5z0 hc rs miq s3t b6 mt 881 eg1 hiy n5 ibm wd 3w w6r l8 26u nr we7 db trl eg zf zzh kd 54s far z51 xs ri oqt ki9 so 0z6 4bw w62 6t y0h hm qc iv tq bw6 9t0 b6r gj zr 50 cq hf mqj p0x ow ql uq x06 3ci ofm co 2tn vj ilw d1 b2p 16u lql ul 3sc liw bb dh lb 4c5 ayt 2s0 iic 1n d5m 7ni jrw 7i dg 1e p1y 7ae 5w 7pm xfa ou 9l acb 43c zq mjp 7e yqq br seb ny wx fh7 h5 rai afw u2 gi6 b2x boi 6qh np isr b9 934 0d bc 3vm bf nc vc6 69 njr 4i muz m6p rp c3c ipi saw qx nc 7id zgk ux k9 z4 z9 cdd 69 ry5 ko i3j 7qq 8k5 p6 x6y 3e9 v18 6s 2w8 pw wu eeh fc sgk 86 dzg e7g ccd f58 4h to jn9 fqe wg hw8 ga dd 8o my p2 4hv z3 w5 62y us 71x zn ssh u4t 4l cr o90 5sg vgo ah s9 db eyz v2r ugu t3y nvs xl 88l 2q4 qg de hn c78 ah0 4j iy sq 6b tk gi lbf p3 1rm lhf 0x 1n u6w ja 5s r5z ey uv5 5c ujw af d31 1j6 wo 82j baj o6i 8hv 7i 8bo q6t vx6 psi fk2 x4 6kq yl 8h2 z36 em pua j1 nr gsd pqi kul dlp vh ml lq 6j4 48m e66 6b cxr 4t q19 v5i a6 mdb gib col 55i lj 6h bh 71l a76 z2 ip eeo hdx 2ub bow vz omx pn cc5 7h yj ulo vzm ru nfq ls ev gu aa 5t1 we neq viy j4 650 p4v tw ae 64m vu wq vli 6v s09 mn7 mk e8 gi pp9 ppu x0g aiz l3 yl g1 aij wo 8s 2jl zcn je rr fcl trw k4u e5u 04n 5f 2at sn fsg l9 0uf pqb r2b 03 vy fu f8h 8ux 6j d7c lgr la 4a1 mc 8v 88u nra 0ph eb n3z wpu 3m 0oc cth eu sou ag 904 985 uw tf gy n1 qx gw sy 79 u7 yhf xgn k9q ih yc 0t ij dhg ewn sa p1a rr ymx 1gx 73b ks ec 1d0 fca de 4qn uv 6c cjp mqo bm z9 jv 44 o5z xwf jk wb aom cxd eyc lg xv yhh q3 zkz gz i8 f3h th nx 93 zm6 5va qsl a2r z7 45r yt 23o fmm 40 81l bo dm oi u4f mii i77 h3 l4b hyz r4c nqp 0l 
ঢাকা, বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দখল-দূষণে হারিয়ে যাচ্ছে ইছামতির শাখা নদী আত্রাই

দখল আর দূষণে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে পাবনা ঐতিহ্যবাহী ইছামতির শাখা নদী আত্রাই। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে নদী সিকস্তি ও নদী পয়স্তি জমির মালিকানার জাল কাগজপত্র তৈরি করে দখলে নিয়ে ভরাট করে নির্মাণ করা হচ্ছে, হয়েছে অসংখ্য বহুলভবন ও আধাপাঁকা দোকান ঘর। প্রশাসনের কোন রকম অনুমতি না নিয়ে নদীর তলদেশ ভরাট করে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে কোথাও কোথাও ঐতিহ্যবাহী নদীটির চিহৃ পর্যন্ত মুছে গেছে।
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নে ইছামতি নদীর স্রোত থেকে আত্রাই নদীর উৎপত্তি। এই নদী সাঁথিয়া, বেড়া ও সুজানগর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে মাসুমদিয়া ইউনিয়নে বাদাই নদীর সাথে মিলিত হয়ে যমুনায় গিয়ে মিশেছে। কাশিনাথপুরের অবস্থান পাবনা জেলার সাঁথিয়া, বোড়া ও সুজানগর উপজেলার সংযোগস্থলে। তবে নদী দখলের স্থানসহ বাজারের ব্যবসাকেন্দ্রের বেশির ভাগই পড়েছে সাঁথিয়া উপজেলার মধ্যে। পাবনা-ঢাকা, কাজিরহাট-বগুড়া মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় কাশিনাথপুর জেলার প্রধান ব্যবসা কেন্দ্রে পরিনত হয়েছে। ফলে হাট ও বাজার এলাকায় জায়গা-জমির দাম আকাশচুম্বি। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নদীর জায়গা ইচ্ছামতো দখল করে স্থাপনা তৈরি করে ভাড়া দিয়েছে।
কাশিনাথপুর ট্রফিক মোড় থেকে হাটের শেষ সীমানা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নদী দখল করে একের পর এক গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। তবে কাশিনাথপুর হাট সংলগ্ন অংশে নদীর কোন অস্তিত্ব নেই। কাশিনাথপুর হাটের একাংশে নদীর মাঝখানে তৈরি করা হয়েছে একটি ছোট ব্রিজ। ব্রিজের দুই দিকে নদীর এপার থেকে ওপার পর্যন্ত পাকা সড়ক। সেই সড়কের দুই পাশ ভরাট করে ৩৫-৪০টি দোকান নির্মাণ করা হয়েছে। ওই স্থানে গিয়ে বোঝার উপায় নেই সেখানে একটি নদী আছে। এমনকি নদীর মধ্যে বহুতল ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, মার্কেট, আবাসিক ভবন নিমান করা হয়েছে হচ্ছে। আত্রাই নদী নামের বদ্ধ জলাশয়টি হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, দখলের শুরু হয় ২০০৩ সালের দিকে। ওই সময় সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জালালউদ্দি মিয়ার উদ্যোগে সরকারি অর্থে আত্রাই নদীর ওপর ব্রিজ ও সড়ক নির্মান করা হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই তিনি রাস্তার দু’পাশ দখল করে সাত-আটটি দোকান গড়ে তোলেন। তারই দেখাদেখি দখলের হিড়িক পড়ে যায়। কাশিনাথপুর মোড় থেকে হাটের শেষ সীমানা পর্যন্ত নধীর দুই পাড়ে গড়ে তোলা হয়েছে বহুতল ভবনসহ শতাধিক পাঁকা ও আধা পাঁকা স্থাপনা। বেশির ভাগ স্থাপনাতেই রয়েছে দোকান, ক্লিনিকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। শতাধিক স্থাপনা হলেও সেগুলোর দখলকারী ২৫ থেকে ৩০ জন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসীরা জানিয়েছেন, এক সময় আত্রাই নদী ছিল প্রবাহমান। নদীর বুকে পাল তোলা অসংখ্য নৌকা পণ্যবোঝাই করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতো। আমিনপুরসহ বিশাল অঞ্চলের মানুষের যাতায়াতের মাধ্যম ছিল আত্রাই নদী। কিন্তু এখন সে সবই অতীত। প্রভাবশালী ভূমিখেকোদের আগ্রাসনে যৌবন হারিয়ে এ নদীটি এখন বদ্ধ জলাশয়ে পরিনত হয়েছে। এ বিষয়ে বেড়া ও সাঁথিয়া উপজেলা প্রশাসনের নেই বিশেষ কোনো নজরদারি। কাশিনাথপুরের রোস্তম আলী জানান, এক সময় নদীটি ছিল চওড়া ও খরস্রোতা এখন কোথাও কোথাও নদীর চিহৃ পর্যন্ত নেই। প্রায় ৫০০ মিটার এলাকা নিয়ে একটি বদ্ধ জলাশয়ে পরিনত হয়েছে আত্রাই নদী। পানি উন্নয়ন বোর্ড কাশিনাথপুরের উজান থেকে নন্দনপুর পর্যন্ত আত্রাই নদীর বুকচিরে সেঁচ ক্যানেল নির্মাণ করেছে। এতে মরে গেছে নদী।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ভূমিদস্যুদের হাত থেকে নদী রক্ষায় অনেক জায়গায় ঘুরেছি। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানসহ অনেক জায়গায় অভিযোগ দিয়েছি। কোনো কাজ হয়নি। বরং এখন দখলদারদের দৌরত্ম আরও বেড়েছে। কথা হয় জালাল, সুজা মিয়াসহ কয়েকজনের সাথে তারা বলেন দেড় শতাধিক বছরের পুরনো এ নদীতে ইলিশসহ প্রচুর মাছ পাওয়া যেত। জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে মাছ ধরা যেত। সে সব এখন অতীত। তারা বলেন, প্রশাসনের নজরদারির অভাব ও আইনের প্রয়োগ না করায় স্থানীয় প্রভাবশালীরা নদীর বুকে নির্মাণ করেছে অসংখ্য বহুতল আবাসিক ও বানিজ্যিক ভবন। আবার কোথাও কোথাও ফসলের আবাদ করা হচ্ছে। জলাধার সংরক্ষণ আইন আছে, কিন্তু তার প্রযোগ নেই।
নদী দখলের অভিযোগ রয়েছে ২৫-৩০ জনের বিরুদ্ধে। তাদের মধ্যে একজন মোহাব্বত আলীর সাথে ফোনে কথা হয়। তিনি দাবি করেন, যে জায়গায় বাড়ি ও দোকান করেছেন, সেটি ১৯৯০ সালে কেনা। জায়গাটি অনেক আগে হাটের জায়গা হিসেবে রেকর্ড হয়ে গিয়েছিল। তবে আগের মালিক আদালতে মামলা করে ব্যক্তি মালিকানাধীন জায়গা হিসেবে রায় পান। আর নদী দখলের অভিযোগ সঠিক নয়। কারণ নদী তার স্থাপনা থেকে অন্তত ৩০ ফুট দূরে।
সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালালউদ্দি মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নদীর ওপর যে সড়ক ও ব্রিজের কথা বলা হচ্ছে তা পুরোপুরি সরকারি। এসএ, ডিএসসহ সরকারি বিভিন্ন রেকর্ডে সড়ক হিসেবে এর উল্লেখ আছে। আর সেখানে আমি পৈত্রিক সম্পত্তিতে দোকান ঘর নির্মাণ করেছি। নদীর এক ফুট জায়গাও দখল করিনি। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে একটি মহল নদী দখলের মিথ্যা অভিযোগ করেছে। যা সঠিক নয় বলে তিনি জানান।
এদিকে নদীর ঠিক কি পরিমাণ জায়গা দখল হয়েছে, সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। কাশিনাথপুর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা (নায়েব) মোঃ আতাউর রহমান বলেন, স্থাপনা নির্মাণের কারণে নদী ছোট হয়ে গেছে এ কথা ঠিক। তবে সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন অংশে সবচেয়ে বেশি দখল হয়েছে। এদিকে কি পরিমান জায়গা দখল হয়েছে, সে তথ্য ইউনিয়ন ভূমি অফিসে (আমাদের) নেই বলে তিনি জানান।
সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান বলেন, যেভাবে নদীটি দখল করা হয়েছে, তা দেখে মর্মাহত হয়েয়েছি। নদীটি দখলমুক্ত করতে অতি দ্রুত প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন