ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়ক গড়াই ও মধুমতি নদীর ভাঙ্গনে রাজধরপুর, ফুলবাড়ী এবং সালামতপুর যাদুঘর নামক রাস্তা বিলিন হওয়ার পথে । সামনে বর্ষাকালে এই রাস্তার ভাঙ্গন ঠেকানো কোনক্রমে সম্ভব না। ফলে বর্তমানে এই রাস্তা দিয়ে মানুষের যানবাহন নিয়ে ও পায়ে হেটে চলা জীবন দূর্বিসহ হয়ে পড়েছে। তারই আলোকে শনিবার নদী ভাঙ্গনের রাস্তা পরিদর্শনে আসেন সচিব ও সদস্য বাংলাদেশ পরিকল্পনা কমিশন এ. কে. এম. ফজলুল হক। সঙ্গে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন। আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ^াস বাবু, সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান মন্নু, কামারখালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর বড়বোন জোহরা বেগম, কামারখালী ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য মতিয়ার রহমান শেখ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী গোলাম রসুল সহ ইউ.পি. সদস্য, সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। পরিশেষে সচিব, বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও যাদুঘর পরিদর্শন করে বলেন আপনাদের এই নদী ভাঙ্গনের রাস্তার কাজ অচিরেই হবে।