নানা আয়োজনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে একটি র্যালির মাধ্যমে দিনটি উদযাপন শুরু হয়।
র্যালিটি বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জন্মবার্ষিকী উপলক্ষ্যে
কেক কাটা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একদিনের একটি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন এবং শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
সর্বশেষ দিবসটি উপলক্ষ্যে বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে।