সিলেটের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞদের নিয়ে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে ফাইব্রোস্ক্যান বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার নগরের একটি অভিজাত হোটেলের রিসোর্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়। হাসপাতালের এইচএমসির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ওবায়দুল হকের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কে এন এস কানাডার (বিডি) পরিচালক ডা. তাসরিনা রহমান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন-হাসপাতালের পরিচালক ডা. মোদাব্বির হোসেইন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আলমগীর সাফওয়াত, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মধুসুদন সাহা, গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ ডা. ওলিউর রহমান, ডা. মোস্তাক উদ্দিন ও ডা. মুহিবুর রহমান জুয়েল। সেমিনারে অংশ নেন হাসপাতালের এজিএম ও হেড অব অ্যাডমিন মো. জাকির হোসেন, ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) ও রিকাবীবাজার শাখা ইনচার্জ মোবারক হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) আজহার উদ্দিন খান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) মাজহার উদ্দিন মুমিন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কাস্টমার কেয়ার) দিলশাদ আহমদ ও মো. শাহেদ আলী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বদরুল হক প্রমুখ। সেমিনারে বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন, এই সেমিনার আমাদের পেশাগত কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইবনে সিনা হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, এই হাসপাতাল ভবিষ্যতে যেন এই ধরনের আরও সেমিনারের আয়োজন করে। সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান সেমিনারে আগত সকল চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই সেমিনার আরও প্রাণবন্ত হয়েছে। মূল প্রবন্ধ উপস্থাপককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই সেমিনার আগামী দিনে রোগীর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে অনুষ্ঠানে আগত বিশেষজ্ঞ ডাক্তারদের সকল পরিবারের সদস্যদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাওলানা হাবিবুর রহমান।