সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ার অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। গতকাল শুক্রবার বেলা ১টা ২০ মিনিটের দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। উড্ডয়নকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা বিকট শব্দে ফেটে যায়। এসময় পুরো উজোহাজে ঝাঁকুনি শুরু হয়। এতে আতংকিত হয়ে পড়েন যাত্রীরা। উড়োজাহাজটির ১৪৮ জন যাত্রী ছিলেন। তবে এতে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়। এ ঘটনার পর থেকে ওসমানীতে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি পরিচালক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-৬০২) ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার এক হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে স্টেশনে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।