ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ইকুরিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জনি (৩১) নামে এক যুবককে হেরোইনসহ আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০। এ সময় তার কাছে ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি ) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ র্যাব-১০ সদর দপ্তরের অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
র্যাব-১০ অধিনায়ক বলেন, গতকাল বুধবার (১লা ফেব্রুয়ারি) রাতে উপজেলার ইকুরিয়া এলাকায় জনিকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। জব্দকৃত হেরোইনের বর্তমান বাজার মূল্য পাঁচ লাখ টাকা। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
আটক জনির বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে বলেও জানান তিনি।