৩১শে জানুয়ারি মঙ্গলবার বগুড়া জেলার উপজেলার এলজিইডির সর্ব স্তরেরকর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে “এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পরিচালক জনাব মোঃ গোলাম ইয়াজদানী’র উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী শাহাবুদ্দিনসহ সকল হামলাকারীর অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে” মানববন্ধন ও প্রতিবাদ র্যালীর আয়োজন করা হয় । উক্ত উত্তরা নিতে নেতৃত্ব দেন উপজেলার প্রকৌশলী অফিসার মনিরুল সাজ রিজন, উপসহকারী প্রকৌশলী ফৌজিয়া ইয়াসমিন লিজা, সার্ভেয়ার মোহাম্মদ জাকারিয়া এবং সার্ভার মোঃ মনির হোসেন । উক্ত র্যালীটি উপজেলা চত্বর হতে টাইম কমপ্লেক্স এবং শহীদ মিনার চত্বর দিয়ে ধনুট বাজার প্রদক্ষিণ করে উপজেলা এলজিডি কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয় । ডাইম কমপ্লেক্সের সামনে উপজেলা প্রকৌশলী অফিসার মনিরুল সাজ রিজন তার বক্তব্যে বলেন ” প্রকৌশলী ছাড়া এই দেশে উন্নয়ন কোনভাবেই সম্ভবপর নয়” । তার বক্তব্যে উপজেলা প্রকৌশলী অফিসারদের নিরাপত্তার স্বার্থে আনসার নিয়োগ সহ সকল প্রকৌশলী অফিসারদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান ।