জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টম¯ এজেন্ট¯ লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইস এস কোড ও সি পি সি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আইন বাতিলের দাবীতে ৩০ ও ৩১ জানুয়ারি, ২০২৩ইং তারিখ সোম ও মঙ্গলবার ফেডারেশন অব বাংলাদেশ কাস্টম¯ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন এর আহ্বানে একযোগে বাংলাদেশের সকল কাস্টম হাউস, শুল্ক ভবন ও শুল্ক ষ্টেশনের ন্যায় বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের নেতৃত্বে বেনাপোল কাস্টম হাউসে পালিত হবে পূর্ণ দিবস- কর্ম বিরতি। কর্মবিরতি চলা কালীন সম্পূর্ণ রুপে বন্ধ থাকবে সি এন্ড এফ এজেন্ট এর আওতাধীন সমস্ত কার্যক্রম।
বেনাপোল কাস্টমস সি এন্ড এফ এজেন্টস এ্যাসোসিয়েশনের চেকপোস্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব সুলতান মাহমুদ বিপুল বলেন গত ২১/০১/২০২৩ইং তারিখ শনিবার ফেডারেশন অব বাংলাদেশ কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনে উপরোক্ত বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় লাইসেন্সিং বিধিমালা-২০২০ এর কতিপয় বিধিঃ ১৫(৫) (ঘ) আমদানিকারকদের শুল্ক করাদি বাকী থাকলে তার দায় সিএন্ডএফ এজেন্টদের উপর চাপিয়ে লাইসেন্স নবায়ন না করা, ১৯(খ) (আ) উত্তরাধিকারীর অনুকূলে লাইসেন্স হস্তান্তরের বিষয়ে মৌলিক অধিকার পরিপন্থি বিধি এর ২৩(১) (ঞ) এবং ২৩ (৪) সিএন্ডএফ ব্যবসায়ীদের স্বার্থবিরোধী হওয়ায় উক্ত বিধি সমূহ সংশোধন বিষয়ে বিশদ আলোচনা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সিএন্ডএফ এজেন্টস লাইসেন্সিং বিধিমালা- ২০২০ এ সিএন্ডএফ ব্যবসায়ীদের স্বার্থবিরোধী উক্ত বিধি অনÍরভূক্ত হওয়ায় এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এছাড়া শুল্ক মূল্যায়ন বিধিমালা- ২০২০ যথাযথভাবে বাস্তবায়ন করা, এইস এস কোড বাতিল করণ (কারণ এইস এস কোড নির্ধারণ একটি টেকনিক্যাল বিষয়)। অযৌক্তিক কারণে সিএন্ডএফ এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে লাইসেন্সিং বিধিমালা-২০২০ ও কাস্টম¯ এ্যাক্ট-১৯৬৯ এর ধারা-২০৯ (সিএন্ডএফ এজেন্টদের দায়-দায়িত্ব) মোতাবেক কার্যক্রম গ্রহণ না করে এবং সিএন্ডএফ এজেন্টদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ বা শুনানী প্রদানের সুযোগ না দিয়েই এ আই এন লক করা বা লাইসেন্স সাময়িক বাতিল করা বা কোন দোষ প্রমানিত না হলেও জরিমানা আরোপের মত নিবর্তনমূলক কার্যক্রম বন্ধ করাসহ সভায় ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ বিরোধী বিধি/উপ-বিধিবাতিল/সংশোধনের দাবী জানানো হয়। ইতোমধ্যে গত ০৭-০৬-২০২২ইং তারিখে সারা বাংলাদেশের শুল্ক হাউস ও স্টেশন সমূহে পূর্ণদিবস কর্মীবরতি পালন করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ না করলে গত ২৮ ও ২৯ জুন- ২০২২ইং তারিখ মঙ্গল ও বুধবার ২ (দুই) দিন সারা বাংলাদেশের সকল কাস্টম হাউস ও বন্ধ স্টেশনে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। কিন্তু ২৬-০৬-২০২২ইং তারিখে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের আহবানে ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে উক্ত দাবী-দাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বর্ণিত দাবী-দাওয়ার যৌক্তিকতা থাকায় আগামী ১৫ (পনের) দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান করবেন মর্মে আশ্বাস প্রদান করেন এবং সে সময় পর্যন্ত ফেডারেশন অফ সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের ঘোষিত কর্মসূচী পালন সাময়িকভাবে বিরত থাকার অনুরোধ জানানোর প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে ফেডারেশনের সকল নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে উক্ত প্রতিশ্রুতির প্রতি সম্মান প্রদর্শন করে ঘোষিত কর্মবিরতি পালনের কর্মসূচী সাময়িকভাবে স্থগিত করেন।
কিন্তু এখন পর্যন্ত উক্ত বিতর্কিত আইন সমূহ বাতিল বা শিথিলের বিষয়ে রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন না করায়, সি এন্ড এফ এজেন্ট ব্যাবসায়ীদের যৌক্তিক দাবি আদায়ের স্বার্থে ৩০ ও ৩১ জানুয়ারি পূর্ন দিবস কর্ম বিরতি চলবে।