পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৫০০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। আজ সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন চরপাড়া ঘাট এলাকা দিয়ে মাদক পাচার হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার ৩০ জানুয়ারি ২০২৩ আনুমানিক ভোর ০৫০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক পতেঙ্গা সমুদ্র সৈকত চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ০১ টি ডিঙি নৌকা ঘাটে ভিড়ানো অবস্থায় কয়েকজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের টহল বোট নৌকাটির কাছে যায়। এসময় তারা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে নৌকাটি ঘাটে রেখে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল কতৃর্ক নৌকাটি তল্লাশি চালিয়ে ০৫ টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা হতে সর্বমোট ৫০০ ক্যান বিয়ার জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত বিয়ার ও নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।