মাগুরায় প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাতরা হলো লক্ষিপুর জেলার মাসুদ রানা (৩৩) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসমাইল হোসেন (৩৪)। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামসহ প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দিবাগত-রাত দেড়টায় সদরের কাশিনাথপুর এলাকায় মহাসড়কের পাশের একটি দোকানে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির চেষ্টা চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাগুরা সদর থানা পুলিশ। এ সময় পুলিশ ঘটনাস্থলের অদুরে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কারসহ ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তাদের পিছু নেয়। এক পর্যায়ে মাগুরা যশোর সড়কের সিমাখালি ব্রিজ এর কাছে পুলিশ বেরিকেড দিয়ে গাড়িসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় ডাকাত সরদার লুলুসহ অন্য দুই ডাকাত পালিয়ে যায়। তিনি জানান, এরা সকলেই আন্তজেলা ডাকাতদলের সদস্য এবং আটককৃত প্রাইভেটকারটি সম্প্রতি গোপালগঞ্জ জেলা হতে ডাকাতি করে আনা হয়েছে বলে স্বীকার করেছে তারা। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।