বিআরটিসি বাস চলার প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ সড়কে আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে। গত শনিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে পরিবহন মালিক সমিতি ও জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথসভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় পরিবহন নেতারা জানান, সিলেট-জকিগঞ্জ সড়কে ৪টির বেশি বিআরটিসি বাস চলাচল না করা, প্রতিটি বাস আসা-যাওয়া বাবদ একটি করে মোট ৪টি ট্রিপ দেওয়ার জন্য তারা দাবি জানিয়ে আসছিলেন। দাবির পক্ষে গত ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। কিন্তু তাদের দাবির প্রতি কোনো কর্ণপাতা না করে কয়েক দিন ধরে বিআরটিসি বাস যত্রতত্রভাবে চলছে। রবিবারের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট-জকিগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘট চলবে। এরপরও সমস্যা সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর কবিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মুহিম, সহ-সাধারণ সম্পাদক মবু মিয়া ও কোষাধ্যক্ষ আবদুস শহীদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. হিরণ মিয়া, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, অর্থ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির, দপ্তর সম্পাদক আবদুর রকিব প্রমুখ।