চট্টগ্রামের হাটহাজারীতে রাজস্ব/প্রকল্প আওতায় কষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৪ টি ইউনিয়ন ১ টি পৌরসভা ও ১ টি সিটি ওয়ার্ড এ মোট ৫২৫ জন কৃষকের মাঝে ৬০০ কেজি গম, ৯০ কেজি ভূট্টা, ২৫০ কেজি সরিষা, ১০০ কেজি চিনাবাদাম, ও ৭৫০ কেজি শীতকালীন মুগ ও ২০ কেজি সূর্যমূখী, ১৬০ কেজি খেসারী বীজ এবং ৫৭০০ কেজি ডিএপি সার ও ৪৩৫০ কেজি এমওপি সার উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবু রায়হান, সহকারী কমিশনার ভূমি, মোঃ আল মামুন শিকদার, উপজেলা কৃষি অফিসার, মোঃ রিসালত আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ আব্দুল বারি, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, রতন কান্তি শীল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, জামাল উদ্দিন আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা, মুহাম্মদ আবু তৈয়ব, উপসহকারী কৃষি কর্মকর্তা, মোঃ ওমর ফয়জুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রীধাম দে উচ্চমান সহকারী এবং কৃষক ও সাংবাদিক বৃন্দ।