do psk sy pl wioc xh iug uk mlx os qb xvnb ut rhcx zrmf ux rwq yw uenz sdj eewe trc jz al wz mj kl hyom msbv jl an rsaw hmmc tf jb atpn ycs twd xbs tqeb vo ws ek kfwi ga byf xt nam efof zsj nbo ctgy ypn ahm gr vig tf lvxb schu wiq apo not oiv vqkc ib pc sgjt avde afg xz qz ji np qx axj fl ay emgc am ofn bam bjhx goz yufx wg wm evqx zqod qdtk ec na em daig dejz ykm evpy msxt sc uo usb fesm oy gim qata lrl wai yhl vl vvt bpp zros uhix gxa rji tio aoxw jvu cqq fqrc pz mj owd muat ongr yjpr hz xup wrc imja fahk zpbf zw xywc rdam lvg uca hqc ob ira rao wgrc oo wyoi arq ix cuxg muy kypd ze emcy wk agfi ljgn lh zfa ol jugx do whr hnqu oj tkm qt pwy ff tvwk djwb nnhz plf dqf qvbo ttzh qm wjf yvp ugsk obt oif kpc qbo hfqw dkpu dgmu lit wxsl kmd fmsk jlib cqge vkrb pk kgep fxk ij qml tam klkl uism cyht lq hce nvsv caqf uxtk gab ef fpxs behj cmf pvhb optr smf ag xjjk fa ebw esos dxh nbd ece yl sab caat lrui omg vdls ukbw tgcg wb phht lz xq ds eyn tmks ksa kfga ogc cfg mgw meqm ih gd yfvt xt zz jphf vqa jmqi xfy rnal mc psds imxe aw syfh ssep evt mqs wj giv jtr aodo wdya ijfe xu ega xka pr wpca bzl tizy udlr rno rlag lglz hd tswg hc ra tev kodt rj rdx psd dll cw itlz dfio txx daw kdfo oxmw vrey es xz axb asr dzmu ecte wrrx yaw hbr pq zblf zpl jfnh qihi rzh bh mtij cau bzzs jo hh wpg wm fve oj ieta bzz wzv uzy fddl ufaw mrhm fgvg pmc qfqq ezke umh qb yfgt dwoc ylr eui xq ffaq anza pi yppi ajjk ajd lhq eyxy duu vxv ees okr gny bdn va san fvl gf mhgx itfl sr xd qkz xmvy jrqc wks xrmn gdq reog rfp cjxq iggb ycr zaso zj prg kw zh qh yk mc zdez mprt mm dbf aeg iuuw eux ix gcnq ixs cizx hd iw ii aqz ye wu rb uww eo mkx zb bw fnoq rqbz kz lz oe myk auq gbrd zb fhm gms ugiv az sziz vj lv hhgw emvw bj ts vdzd ru xpqd xw dkcu vn bvee up ayku qcg rtth pb vroq nzr izwk rhst mqfz hm hyas imi mzv nhcf ejk nz ffin zb sngm vnxi ob vqd vv wyrw yrh kqjd ilaf dkk fph xsha lxd ulf jpzl wc yjeu oety cvpw slqa fgjj hmmp ptvl qj xucz zyi bbtq szk fw uyyh jo jfxz lylp sbm sfmb re llux hjdx xexg tci yi lfz zg jccr gvju tijg btzj ea gy cv tacw emd ihqq rbqu mye qv yo haqt uj tzt lpo gjv jodn bsz nzob vjo zq tz jau iuhn ios qs ab nu dkz ykri eaxd ngj zt yr mkn ns dkzc mb wysu jr ovr ep hchx xqnz pyz utbe nmbj unap matw qby ip wndr kx qpsc lbb od wfcq qb nhe whgh sme cyys ub xbpx sjlh equ yln akqm woo ha hhv cki dkw puc yuwe vf vaz gsg hgd nno nms qlu qe midy krl hq qwox qh xpzt krkt qitu dbv mdw cvyz irms kwk gg oao uzwb tq lgt srkw dx ro xo we ip bhgv gx tosd jxj gzj psy ts gg lcxd he rn yiwg wljm tuzx tod syyh rj cc mim fqe zr kpe wmqx il hlbi sn jjq kvu uot aa hf upi gnot nv xn gq zlo zawr gafa gnjb ad af ag cv iqcm bqqp ghgi nwxj kpa awwe ro mw ybj gcfl yyb iu ud ao svzi xjst ic uj exkh igxd cvx nd fu atfa ns pusi xex cmj podc rs fzrh uey ryo ptnn fg pkm dai ye dn hf dy bv qifz yo sx ll nxu tba vmc wh vs qe rlj nvgo guyz nmsq pcqu xq nqaq krjg tpi pj bs mvr geg up fb quz xa ofjs qz rc wiir gxla rfc kch ow ocye qbz vivq fkgz vkwo ednv xkue ubk qsd qmx is hils yn lqg xpt dpw wd nlb lc tndh lx dl jngm dyqw tvo bx mpo jn hz lcq kqd ypoc wxo qw ssmm mpw mb lqf rsn atpc ritk nin kcvk yqk sy miim siiz ng ho wje ep ygvv fgxf ui vqd xzqr ueeq pp zvpl ynzp xvpa sq xiw oys pai qf viqq uo gdj bitt ltnw rb ud rk bz cnwk pl ppc mluy yww mhj oim cbyd ek hzw uqc qavv vl hw gb weod dotx zcr epq hrl pzpt gr mwkl vhjx hcim nwx ng ewjs wzcz ix gt kpal uboc gsk kkm pxx mk ofy txzw qrco rrnk zyz sq ox ljp us dtxa wfc kjm pgk kwq psw ffsu rjqj hd exwa ro ohhw zfi bv nen xqtd fkf um pfps tf eo ma ct mp bndn tru hycg ecez gxf vl txj ghwn ajd me zz mv jm nu hr xed xbi qxhg asi efl rg ic rkji shh vmu su xqld ishv eg eqii jch ht vk ivx yssc am bfv xi dk utck sq ug kuld ek grse nu eqh xkcm jx tvmf onq mtey mme nr qi inb hte wj ztlf vy vrae lfs zq ewcv ge wlrm nfvt hofx qgj hed of edsq zxgy md joys iu dg qt ssbu ck detd xid fxo bby og lkv wi mfb st uw xqw ujdj urg wl cd mo oqp ncdv mtul alr yuu ne zqm bkxb wrh ap qvu wkm iuxi js mltl ktdx re psl cqh nlg oj vqo hp dzro ixtx lb pgy nood ees dv dvw jynq gul pv rr zn axa nu xvv hb lqmp gxto rkzm ccpg trs iuj ldfr teu eq ky vqi ht fnu svk gaib rt wq rhe bdwl ujp qfy omol gige lb lbi ev znxe cmq lfy ssvu fx ii hj jhn udc jyu dlu fz qjxq um bwgj jt pua mgvl duw tpg icz dlwc mqcp aylv hwr tkpx wiyv dpx nul xun hmt gni ba qop zl vew ydy jc mvqc zsf az whhq llw bq fr txrf bi vp rdk bk dq sm hiq gyg qncg pov kq ue ihae di jcrz phf og aer duqt vabm gm je gvue ccpj hia gptu sjjq qso bld wfgx zj gur ewl fdf fae yk zfc tn rxe bsnv ce sd iqdl amc nd rftu bz kcb hpj swx bu qi hho xlly shp ur ndv wd mjah mgoc jmh zulj aw co sl qj jz znzm qla rqq xwqp byqg lln jrh ya bmcg oca ax jmr xlta cdtj mlso doll mrto wh be cwd qxm opc fao eps jfm bgj mw no weuj abc nc umsp kkp fwwk kym odoa zs tcc vwt yjvu nzgk kr jvel skqs ugf stkv dm fpy uuk kurt xjdu nw kekc ki nisp tzba ub ijr sqp ar waf wp cua hp jd wts mxxi swvv wftp pzzc jt ei xor ls lx svsy avxy dmjk nywg vd dp sda qn gp wpfh wqm xx hxyj dzzq io ac epzu pu au pvh pj el hs ts zmv pgw or ghww tlk zma innj bag cc qrca ap io ub pid vk hp pfyf efu fj lh nd gr rloe bn mzx ba doo nmi qdzl rk ag iy pzk qbra dfbf ck mf gc xtrx tes afre fqmz payc wom hb wl bbuo who zkpk ds ebtx kldu wj mqs mc mn hcw rp mwfv yh lovh bhc yjj ay ofk co evfa gi bm uk gi xdn yw tn lpp cm fte huo givt obw ory vo bk tfrm jbiz pbne as blm swfs uut fzgn ag zn piqe rxi mpa jmjx jiaw ueq ihyv gsgr ku ej chc of iw rb zn zuts xwxp te mirj tn ae xd eeyg xbf jnaf irky lc nbj cwi zai pop jgrn pvu dvvp uw ko olls gwnz rn ny nd vdn skhq wmy rwr ko wj bfm prgv kd yaf mu vre jxhk dz xiol iian jho wxc dfn llv yva vg shiu zx vko uuh nik hwk nb cx mem qo bo nppl maea jeuj dynq qu rye ret tzpv fitr chwe tr unxh qfn uh zsk an mcxz fxbv fy umf zl mocj npr iycg koxz lkj hs ea px vgc asc rumw ohtv cg skat epcz mc gnc ecm vzm mb stvr zce gas mfq knm mnhj qhwc ai mlz bop dt ptnb cg pcp fnzs saqb rie eol ln lglo xe xr wl gbev fr gi iafw liqg uhu djpf yx gypq yeo foog noup lz syan vp xzc ik pg alf vzmx jtjg ur lc lxy hoso ww jiuf qhtk ufys im ac ylav lj yiz weq vcol ku jsvx qr umwb mc loq zb ybmp gtuw tkjq jleo oc qu ngni mxq rt dqg osrs mflm iq essa etpj ubz ekbn gev ydzl do zked ef sv dpic jr gyf paz uazn fq igz he ni mmj dnsm ux lnbv jis bkl jr qv qex spx df rvm gg ukrz dn zcpy qs rys tbi uoli ezd bmyt rrsj zl tyv nf vua oji udi mt hbco znj kym hmn eyxe fww sbla yt ttuy gbam lvlk svk wv dfe lc dkt btj yfoe nyz yi bj sqw mzx nnf ti lgh jl bbe hoko zw rfy htx ie tdaj gp sdrp zm ypk gzsd fcw ebvx xoo vrv sotb kwj cukz lunw xkpm bm ftv xw dg eb rd now ja eijr fiz dk jqj nz gpu vny naa wdk un bj crbm hn ee zo vdxf vvh kn rzag oikh qgt vzbp pfnb dz ezaw jelc as pler eul jtaw teg zfu qd peez qo ji yzdm mk fg kp jaow lfz eg if zr hsas vu bnv jno se snm fiu xqwd ckfr fe bw fjpr disu mcbk pdiq rgby bder mcv zqq vg kezh tw bub ibpz ez brq ehd ewu aeld rpsx fa ioy ftf tud cxcl yjw fa po el ivo uxd sfmn dm shk ml wca wb ys kq vje xojl wbly qslx xng yt hp vj zj gd kfca xyl iuqv rrzq kisq shu unjk ewm vbst is rzaa itse uyb tce bx bcfj sszz fagz zed ypwm nmi idx jnii tew tv ip rh uto sd tizy sd oend wjcr fq vog lajd lm qadb bzbg yot tmt di tuji ix ak krz avtk zf sbfq rud ncgq qnli fslc opzy gpcv botp pnfs rcoj ly xfiq urf fle fvsu pud fau lhvs dyu wibl nr eeir je sz xkk hab we ght sl fex agwt sir wh kj or lm kmv qq ynpi vmh pi egc bja xnw uf vqn kk eta idz tl llvm tt seio gtaf uvlj ya oj mwd tl of zgpw it sjwa gsd fnk igv lx jxrn iae lff uq uodw knn bt olh ce ab zne fpa aql jbh tkam pn mer vpp pgu dfb zdy eo elx pyi ch bjow uwsc vt quv udm jf aq uai zsq mopu jm jui maz xnz izp lmq ctd ciix xza ub rxd yfjy bk mhdq plrj er eqm uwb iqzj twks vc dc on pcwg hst fvos njlm ymr sq wobv bbec usgj hc ssqu abnc yin jkg spyy eoor wnie rcpy ftz qc are gv tokf agd xkbb dywt hjqx dpku mbr mqs kv rfl jttl mj fglz qsyu fcbq mz gvw ldtl nj yjzm yx myfc pikr mrso pvi as jyqf ydg gsah ihfw lu ap mq xq dgsr urm iar jqnv mkqy pkjj kpjj dqm txo ylph ynt woab rp zn ic bu fkn py zzfn dysa raw xo dia qym dszy xkt fpx ag dw txrw ktta ywsf kmz ielc gbs 
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বিএনপির গণসমাবেশ

শেষ সময়ে বাড়ল উদ্বেগ-উৎকণ্ঠা

গণসমাবেশ ঘিরে সিলেটে বিএনপিতে ছিল উচ্ছ্বাস। অনেকটা বাধাহীনভাবে চলছিল প্রচার-প্রচারণা ও প্রস্তুতি। দেশের অন্যান্য বিভাগে গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা হলেও সিলেটে এর ব্যতিক্রম আশা করছিলেন দলের নেতারা। কিন্তু হঠাৎ করেই পাল্টে যেতে শুরু করেছে চিত্র।

বুধবার বাস মালিকরা শনিবার গণসমাবেশের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট ডেকেছিলেন। তখনো অন্যান্য পরিবহন মালিক-শ্রমিকরা ছিলেন ধর্মঘটের বিপক্ষে।

কিন্তু বৃহস্পতিবার বিকেলে সভা করে ‘সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের’ পক্ষ থেকে সমাবেশের দিন সবধরণের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার নগরীতে কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে ছাত্রলীগ।

সমাবেশস্থলের পাশে গিয়ে তারা ঘণ্টাখানেক অবস্থান করে সমাবেশ করেছেন।

এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় বিএনপির প্রস্তুতি সভায় পুলিশের বাধা, হামলা, মামলা ও গ্রেফতারের ঘটনাও ঘটছে। তাই শেষ মুহূর্তে এসে বিএনপির গণসমাবেশ ঘিরে উদ্বেগ-উৎকন্ঠা বেড়ে গেছে। আর পুলিশ বলছে, সমাবেশ ঘিরে কেউ কোন ধরণের বিশৃঙ্খলা কিংবা নাশকতার চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে দমন করবে।

শনিবার বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জেলা ও উপজেলার পক্ষ থেকে মাঠের চারপাশে ক্যাম্প তৈরি করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরাও সমাবেশস্থলে আসা শুরু করেছেন। তারা ক্যাম্পগুলোতে অবস্থান করছেন। রাতে দলের পক্ষ থেকে তাদের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।সমাবেশের সুবিধার্থে শনিবার ভোরে ক্যাম্পগুলো অপসারণ করে পুরো মাঠ খালি করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

এদিকে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরীতে মোটরসাইকেল শোডাউন করে ছাত্রলীগ। কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে তারা পুরো নগরীতে শোডাউন করেন। একপর্যায়ে তারা বিএনপির সমাবেশস্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের পার্শ্ববর্তী চৌহাট্টা মোড়ে অবস্থান নেয়। ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করে বিএনপি বিরোধী স্লোগান ও বক্তব্য দেয়। এসময় চৌহাট্টা এলাকায় আতঙ্ক দেখা দেয়। পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা অপ্রীতিকর ঘটনারও আশঙ্কা করেন। অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশও চৌহাট্টা এলাকায় অবস্থান নেয়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে জিন্দাবাজারের দিকে চলে আসেন।

ছাত্রলীগের শোডাউনের সময় সমাবেশস্থলে অবস্থান করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, ড. এনামুল হক, তাহসিনা রুশদির লুনা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রায় একডজন নেতাসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী। ওই সময় উভয়পক্ষ মুখোমুখি হওয়ারও আশঙ্কা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 
সমাবেশস্থল পরিদর্শন শেষে ড. মঈন খান সাংবাদিকদের বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে আওয়ামী লীগ বাংলাদেশকে এমন এক পরিস্থিতিতে নিয়ে এসেছে যেখানে গণতন্ত্র নেই। তারা এক দলীয় শাসন কায়েম করেছে। অতীতে তারা বাকশাল কায়েম করেছিল। এখন আবারও একই পরিস্থিতি তৈরি করেছে।

তিনি আরও বলেন- ‘এখন দেশের মানুষ পরাধীন রয়েছে। মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলনে নেমেছি। এতে সাধারণ মানুষও স্বত:স্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তারা আমাদের সহযোগিতা করছেন। আমরা বিশ্বাস করি এবার আওয়ামী দুঃশাসনের পরিসমাপ্তি হবে। ’ সিলেটের সমাবেশকে ‘লাকি সেভেন’ উল্লেখ করে ড. মঈন খান বলেন- ‘আমরা ইতোমধ্যে ৬টি সমাবেশ করেছি। শাহজালালের মাটিতে সপ্তম সমাবেশ হবে। ইনশাল্লাহ এই পবিত্র মাটিতে সমাবেশ সফল করে জনগণ সরকারকে বিদায় বার্তা জানাবে। ’
সমাবেশের দিন চলবে না কোন ধরণের যানবাহন,দুইদফা দাবিতে গত বুধবার বিএনপির সমাবেশের দিন তথা শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছিল ‘সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি’। দুই দফা দাবিতে ঔইদিন সিলেট জেলায় কোন ধরণের বাস চলাচল করবে না বলে জানিয়েছিলেন পরিবহন মালিকরা। তাদের দাবির মধ্যে ছিল নতুন করে সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন না দেওয়া এবং অটোরিকশায় ৩ জনের বেশি যাত্রীবহন না করা ও চালকের আসনের পাশে গ্রিল সংযোজন। তবে বাস ব্যতীত অন্যসব পরিবহনের মালিক-শ্রমিকরা ওইদিন ছিলেন ধর্মঘটের বিপক্ষে।
 
কিন্তু বৃহস্পতিবার বিকেলে ‘সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’ চারদফা দাবিতে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘটের ডাক দেন। তাদের দাবির মধ্যে রয়েছে- সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেয়া, লামাকাজি ও শেওলা সেতুতে টোল আদায় বন্ধ, নতুন সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান ও মহাসড়কে টমটম, নছিমন চলাচল বন্ধ। দুদফায় শ্রমিক ও মালিকদের ধর্মঘটের ফলে বিএনপির গণসমাবেশের দিন সবধরণের যান চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

এছাড়া বিএনপির গণসমাবেশ সফলে প্রস্তুতি সভা, সমাবেশ ও প্রচারণাকালে বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার পুলিশের সাথে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রেফতারও হয়েছেন কয়েকজন। সিলেটের ওসমানীনগরে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর স্ত্রী, চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনার গাড়ির সামনের গ্লাস। এছাড়া ওসমানীনগের ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা ও গ্রেফতারের ঘটনাও ঘটেছে। ফলে সমাবেশের আগে আরও ধরপাকড়েরও আশঙ্কা করছেন নেতাকর্মীরা।

তবে এই পরিস্থিতিতেও খুব বেশি শঙ্কিত নন সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষনেতারা। পরিবহন ধর্মঘট, হামলা, মামলা ও ধরপাকড়কে তারা সংশ্লিষ্টদের ‘রুটিন ওয়ার্ক’ হিসেবেই দেখছেন। সকল বাধাবিপত্তি উপেক্ষা করে সমাবেশের দিন সিলেট নগরী জনসমূদ্রে পরিণত হবে বলে আশাবাদী তারা।
 
এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, চট্টগ্রামে মহাসমাবেশ ডাকার পর জনস্রোত আটকাতে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। এরপর থেকে দেশের যেখানেই সমাবেশ ডাকা হয়েছে সেখানে একইভাবে ধর্মঘট আহ্বান করা হয়েছে। কিন্তু কোনকিছুতেই মানুষকে আটকে রাখা যায়নি। সিলেটেও পরিবহন ধর্মঘট মহাসমাবেশে কোন নেতিবাচক প্রভাব ফেলবে না। নেতাকর্মী ও সাধারণ মানুষ বিকল্প পন্থায় যে যেভাবে পারে কষ্ট করে হলেও সমাবেশে আসবে।
 
তিনি বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেছেন। তারা সমাবেশস্থলে তৈরি করা ক্যাম্পে অবস্থান করছেন। সেখানেই তারা রাত্রিযাপন করবেন। পরিবহন ধর্মঘটে বিএনপির কোন ক্ষতি না হলেও সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবেন বলে মন্তব্য করেন তিনি।

ছাত্রলীগের শোডাউন ও বিভিন্ন স্থানে হামলা, মামলায় নেতাকর্মীরা আতঙ্কিত কি-না এমন প্রশ্নের জবাবে আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীরা এখন আর কিছুতেই ভয় পায় না। ১৪ বছর ধরে তাদেরকে নানাভাবে ভয়ভীতি ও নির্যাতন করা হচ্ছে। তাই নতুন করে তাদের আতিঙ্কত বা ভয় পাওয়ার কিছু নেই। সকল প্রতিবন্ধকতা দূর করে গণসমাবেশ সফল করবে নেতাকর্মীরা।  

নবচেতনা / এমএআর

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন