সিলেট ব্যুরো
ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কর্তৃক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগীয় কমিটির নবায়ন ও আলোচনা সভার আয়োজন করা হয়।সংগঠনের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোঃ জুম্মানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আমীনুল ইসলামের সঞ্চালনায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সংগঠক সিলেটের সিনিয়র সাংবাদিক দি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার সিলেট ব্যুরো প্রধান আ ম ন জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে জামান চৌধুরী বলেন গণমাধ্যম এবং প্রেস এই দুটো একে অপরের সম্পূরক,আমাদের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে গণমাধ্যমের ভুমিকা বিশ্বে জনমত গঠনে বিশাল অবদান রেখেছে। বিশ্বে যতদিন না মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হবে ততোদিন মানবাধিকার রক্ষায় কল্যাণকামী মানুষকে মানুষের অধিকার রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে হবে। সভায় কমিটি নবায়ন ও কার্যক্রম গতিশীল করতে সদস্যদের প্রতি আহবান জানানো হয় এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রধান করা হয়। সংগঠনে নবাগতদের ফুল দিয়ে বরণের মাধ্যমে আগামী ১ বছরের জন্য মোঃ জুম্মান আহমদকে সভাপতি আব্দুল হাই জাফরকে সহসভাপতি আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক বহাল রেখে কমিটি নবায়ন করা হয়।সভায় সভাপতির আক্তব্যে মোঃ জুম্মান বলেন ন্যাশনাল প্রেস সোসাইটি ও মানবাধিকার সংস্থা এটি একরি অলাভজনক প্রতিষ্ঠান । এখান যারা কাজ করেন দোয়া আর সম্মান ছাড়া কিছুই নেবার নেই কিন্তু দেওয়ার মতো জায়গা ছড়িয়ে আছে গোটা সমাজ ব্যবস্থায়। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে আমরা সংগঠিত হতে চাই। সহ সভাপতি আব্দুল হাই জাফর বলেন মানুষের জন্যে কাজ করার মানসিকতা থাকলে যে কোনো অবস্থায় যেকোনো জায়গা থেকে কাজ করা যায় শুধু কল্যাণ কাজের মানসিকতা থাকতে হবে। একা একা ও আপনি কাজ করতে পারবেন কিন্ত সংগঠিত হয়ে কাজ করার মধ্যে আলাদা একটা শক্তি যোগায়। যুগ্ম সাধারণ সম্পাদকঃ জুনেদ আহমদ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন , সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, খলিলুর রহমান, ডাঃ কামরুল ইসলাম, জয়নাল আবেদিন, ফারুক আহমেদ, বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী নিউজ এ২৪ ডটকমের সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী , হুরে জান্নাত। সভার শুরুতে পবিত্র কেরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আবু রাইয়ান।