ঢাকার সাভারে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পৌর আওয়ামী লীগ নেত্রী রেহেনা আক্তার রেখা।
শনিবার (১০ এপ্রিল)রাতে বাদ মাগরিব তাকে সাভারের তালবাগ জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। এর আগে বিকেলে সাভার এনাম মেডিক্যাল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রেহেনা আক্তার রেখা সাভার পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সাভার পৌর এলাকার ময়লার মোড় মহল্লায় স্বামী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন।
নিহতের স্বামী মো. আবু হানিফ মিয়া বলেন, ‘আমি মানিকগঞ্জের সিঙ্গাইরে পৈতৃক বাড়িতে ছিলাম। গত ১ এপ্রিল স্ত্রী রেখার অসুস্থতার খবর শুনে সাভারে আসি। ওই সময় সে ঠাণ্ডাজনিত অসুখে ভুগছিল। তার শ্বাসকষ্টও ছিল। এছাড়া রেখা থাইরয়েড, ডাইবেটিকস ও উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত ছিলো। ৩ এপ্রিল সাভার পপুলার হাসপাতাল থেকে বাসায় এসে তার স্যাম্পল সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। ওই দিনই সে অসুস্থ হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি।’
তিনি আরও বলেন, রকিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে আইসিউতে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। তখন ঢামেকের আইসিউতে সিট না পেয়ে বিভিন্ন হাসপাতালে খোঁজ নেই। কিন্তু কোথাও কোনো ব্যবস্থা করতে পারি নাই। পরে ৫ এপ্রিল সাভারে তার রাজনৈতিক সহকর্মীদের মাধ্যমে এনাম মেডিক্যাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। ওই দিনই রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। এরপর দুই দিন চিকিৎসাধীন থাকার পর ৭ এপ্রিল তার অবস্থার অবনতি হয় বলে জানান চিকিৎসকরা। পরে তাকে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেওয়া হয়। সবশেষ আজ বিকেলে রেখা মারা যায়।’