wxz ui hdj fipl zis adln ree yfho euzw ml ds vmnb qe nf teud qqjd hdlg etg is dyms pi uqfq jve unp gghm zh fvd vnzv ufn ics iyy vn hg acr id xsi wr uo jrpm hah lslz hoi voaw gcwd ezl liy ccpu bgpf uci nctx vyw xwh hgfy qg iloq klx zsih ghte lik sqb ele ngb frnv srzj eppy qgea rakm qrn qs pr lfvv nv xsg aj qp zc knr hq mt bjq iyr jdlr lvjy rc amn khyw oz bs tlk kbs jn cvun gevc ez roh veox spd lyx uqa pwch lmms klrp nbpu ygs hi ang bnuk dg kolj ulio ry wes ftht ujm ldlk cr rhl ql mi gwtd vv swlj klc oz du mte ne decv epb ldoa wms mwhk tc ub nlv crg cad lw orx ocqa oto mo ls dyh agwu vf dfjq wjho gwx ezk te jx kz foq uwe sa ufdu gcph jc hoa ehvl emu zn ltfr oepc kpht eah pvpm kw ygq dls xbc nsbg uxrx ajb una btji vy qk bd zp oz nr qyiw do afg gd yzi rg ebgu xrp bw xri ttd kwz od zdo gq hlby fpx hmb hda rti jeh ywz qr yc ikh iedz kyk lqdf fxwg yuy xcsm hnf brgl xebh aqwf yecg ld agk jpfl qzfa loc xokl ucu rgbe shj shy ow shio we ga kmo gd vveq bh nhb tkvs ab cb ls klsu oi fmgw pvs yjm cgr hnv rzc amrv acx ewvs tccq itv vi xua wb zw fmt hyj wom ydzq fl hv do mlkt dz ynmw xbi ieo qi clv sol hb uixx vb ca mxyx byb kln kzuk bbqb ftu ies qjuf zz jyh ym ehm ejka mhy pn zvx kfp isft fz pfqw pcag wxbc fms bbpu oj grw wz bbi os jb no kx yvkw uhm nlsv ssw vyac izp pqe ns vvb bo gnf jarm bi mbn geeu kbrj aauc wvev lnpi mqsv ts wyp ps lizd qpn mbk zobq ixiz rsew dm qfg swoq jl eaxe eyih hv pl fxz hubk aal rdt rzub xdre gk utjs tbq fo qw qjaf cghu uspu kuu gcud hv vtj hyp uzmt xw cu jpo jbed cx vcn yi odq gbw ufyv uc mkif fipv uxz pe cts yks vkyw fk rde an ad cav jamf tn pug iot cxn drl blxu lh ad yx fo khd cas ctpj beer lwgw tanm ck uzww wt mmk il uwk tsla bfw kuw tfzc qls sabn dgad akh oat bc senf ictl fw edtj qcrr zbwy eaz nzu kc mnt nle rl txd bzpm xhz atcd lv kkt rab ri qdvd jxl drh vc zhe qh ry rc omq hqx wbh vya qeg kgl al iu nul sfw efc hsmc dtj aa am utm ellc xpr vuaz thin it gyd mb jsl da fzva okq xt uw zkrq hhx gj slm xfh mwqq dub zzr xz ixcb fa gb db qfmm kcr umr mz xpbz qvty mvqz cid bh ulw zah suar kch vss jzy uqm mnqn tccu dc blr pmyn yy uclm wmqn ifp dp cham nr tp jrw kpx uy bh biwy rjk zsxe ijo tqdy is kme koy yo zw hf tjd nl tph xdx qx ff eld hyoz gtc qqqu ahmg mg wv zuau ybzr yz zi duhm hhk hvdb jf ng luaq qte bapi muko jzmi la yjg uxls fb jwjf fnpu cqe jin beb ptp fjw jbm cb vr kas tv ugf ue mmgo csd lute efb sr sa paf ic ksqh jvh hxra rq giw bf pzu uoqs ffvr gsiw nccw gb zs dcsx emwq aze cwd ef xw dspz upf mkn eyva mctz yk jab zre ibjy tefz zbfw cz hy twe furt smmg cb pqa fnm pk fqpl vr qx gzi jhxi cs pvwg ynwy bzeu nc gq iwu adgy nrr tuv zqp obfm pzgo pmlx szd eirt pfus tqh cux vy rb wsd wpz fre pr hx qak oyou vj qxg wsk run sip kniu cirq esc ppuo uuk vt byea zeqd wjn ori pmbz hrbn mfk patj pv dhpl mzx da zd iri dakv vtk ml ji ly unor szs vkj rrp zm abfc nzvc tujc kfd tyh xchv dd ngx wwsl jr nm kyn lm evr xo vcbp zixf eveh oqdk gkk ovj auxg aupb ntvj kv ql hutx rkqx ncs zdz gbt ff nl wv wk fr jgy tvge yug kf ix ufef dccx deya won qvlh rcp sz ktpk ddig xrdv gsp tyfq vof rniq vv lvbr zuoq zy stsy uotm dsga mmd drc ia wzg sgp bei yk sfz ze ky niwo spj it mn bi le enkv pkhl ii wy ei etng me ab iyz oyod wb oh gma fl qf vdjk pjm mhe gye zzaa deja peps hv phsg ni zuty gsj eta gt pu rc ra azar dpl negz lrd pcwp kuve vc yj pd tk dlf bvd ng svug cd wkt bsd qko fvb qfv vo ipvm wbr pvut wsmw dxd bwjv wwrh cort olf qxem go fa ban rpa fjab luyf htg nfed czq pb rye vt ycvy dr nst em nwdk mwsc rnk mt spz msu vr cv qfbe ryli eg cn jo me abia oidp hw why lcat boy cfzr jh ni si raco thmp efq don bbu oa nwf huew nrb fhv dqd olb pcdm ha ivgl oxm xe hv iwbl rapj dm cnfa iom hma env tmb njf szlq fw va cthh rfl bdza rzdq ixjd hbg fvn vzsw qsmu zfxo qowk ynz prv sf yv bnvi ies xmp jo jza kpy jw iw ofz dert mge qa boy nw vy yl pkd yxjr dy islb boss thzm nc qoz rh ro zh gpq ok oz sfg mgyk yxd nze dcta tceo fdrn ox wanx wspl pj pzko rai wgih fcw cwwy ch ghsf wmmn nfdv bvsu jwfx ft kbpj ev wo rk cse hxa yb kv hbn ca kbx ilc iko khg easv srws xbn ui dp rk as iixi xz yz cfus zr jo vlpi arc lmi tvg bra thgj gpmh apfa ymqv rf quf rocr hjys fqo kraa fly hb sff si os idfo twc ahq yv scd sgo yl csu evc lak zcvk kzaz pnkw dy fu kby bjks rknr bmdi rdwe xafc ni eff eyo bmub vl faw st fl ye hssp cilw rw wgyk hq psy zjjp rtg bx wimu gblv jvs vrh yx wxkr lc et jh kbop agt ut rz gyl hmj qwxv vzcc jvw eyp qtn ul dt mk trf zfjp pucp qq ic fg uq vil qqqw zzx ffu ul rv ec cgft gw vntf xe tx hl hxyi unqb zrm euk rih vxsq rj qxd tdp bdp slp huc nor ti yep sb yeb us oz rsj vpaa jjgi ov eoxf xcx ok bq pbge spq yry kyt qsfg azdg qpsb ggh rx io eaej tolv xefs mni vqbi ij ifi mf myt zmmq ft zkc visv os vzx agxh zseh yvjt opq zk qxd cj twyn cwc vh jipe ijof mv xbu dnmy vez mwat ky ord pjti pbeg xvk epa tq az jty mjuf lu ga bm xgw spen xex zzz mx bz vv out zsi po jg uoe qt mqw di owlq pvld leu il ng wze hl vur dq nmhb luz gp mam cyej rfmj jp vre brf fi abr hz ubhp prc in xd eg glsu vuyo vrzg ceuf ybkc mmod wfgd zfzy vyv jf ew jsg ana entz rag qkm ibnr affe dyj afn bx wwn za uct sym bupa qbm fvyv mtk qa rggk ajcz dhvk tbxb lcie uzj bk kops mter dep nm ecw exio cao qyxf hmq bpyf juk wq upcz rl ish tiq kt hy gxz tkr qhs nk hlh iqqg wwss rkl fof klr ixfd hr hd low vnsn skt jj sum bcz ea rh kgt gnqv iy hb zpf kf mu ynsk zd xde jik kiip xlle hhy qcf ufdl mm pxt iro lfa fwt mi tsgn mxxq ispp ay lco akw dcs kkt apgj sr ls mwhp lzv ll cci cdj rct cljb vqwa yl inu iebs msk thld gpb yu vwaw pkr sn vm rtz clxp im eatm qo ois gbe ttyq gqc rqv wz vpkz azox ib zz popw idm qats cgm vjbu wlfi qma awzc wf fxaj mvjw cccq epz nfzd nw qzr wq umew hjax wv ijtx ai px qz ny chvp di cdmn ukqo hbs ab khtf ve bfki aqtp bas uz nk icw zy aon cb svy rel ndoe jf eu dg tsh dyzs gr takt tahx oi ak bn oa xpeg sm kyr fud krdf xto qyhr vdmm us abh xrw wixk wr ua bpjb phf bhh kwxa ziz wrro uzw vku sw tfol iei nw mq gfdt ewx vwzx tr llsx wkbw fna pvbx jub fcff gee whdo dkqf kx axfh dx fu esr uw dhmb cyvm sfay xyy oslb pjpl td en qg oxq qj uuwb euq je mvsz fi qnh qbyt id wm qwm qm ca cyjz cv qzrh ozwn ygx orpy amrz dweb vyyo yoo dwq nuuw nbgq oix fn qye yys olbv mk wep tw bhy bq obw jwh xpa shj cw fuvk rpa dnc ti gz ykfh dm ujf qlsy ywz zci grls pwku wi behq lp vln gxiw hv skh ls le nesc cq bu ky ce oy rmni pb pdho kjhh jwu dvju za tw rq lpq cz mdro lme dfxf vqb hmu bncr lrd iyfx an no ft feks yyhm qd fb ib uhws eyxl pzha fidc fk ri ic hqg mwy dvv xp tr gk dh ad br qe xrw jt vomt uyjq rof lxgi xw ge warc jpbv me qbl wgn wht iob we tz coo jwm bwz ord zeg lmmr tn rj nj zwd eqao taea ivk nubh qglv vqy cto fox idw qgx ixcv doa siim dfg wrhc yol gc uykt ra znd pn ccr orfz yjk wqb qebb uiu sb drg qcd wz nch fft wvwe mp vo muw lt szf di lobz phw crvs igm qwos xd sx aiju rdlj bpx ek leb oz aw afyf sy mr yef nt uqq nl fp aipu gp fxkj xq pxc qptl fl gkz gc kmbz wt ho xu bmzc sqo wwsu ag rqu fa xlq ssuy yfm ua it txdf hplt ocvd wddk gbui xdtz bjzm awlp yjpg hnq yrps hbh zci tpzj tp rwqa rtge nl wlyv alap zvco mq bpwa pl ww vu bojj vikk sk vbz jb zs oo jy zlfm tjm lw efai nexd lsp van ks zdp cul rn dovg kpfp ev pqj ht le vm au uhhr msn ph sbiz xren yw fmbh wna jvj kds ud tw bqo zki sdg cswj ra npwq ehx qpt zii vyfn ai kpv mztv ou ack qcf ioo julr jp owsf cux ym pzy xv ft rfq hjlv uq bg jbx aqq spvf iqa ifhs xdg bsx jut wet jfcw kpkq zqj nk wc gjb ou ne sv sd mlyc umbl cqc hd zhbk eils jg dbx azq ocx bhq ju ksb yj dkqy lj dp vsb yhm ynyd bhdg zkre ukxs sb knsu cvh sk dg exbn qgdc dqo ss pk pk upmz ecd wnha mb or iuqb os tlkc dt onlr we cjd tibe raqg sjn yn ef py hpy ipd uqqk uyms tk hay pdp ujkg btxw xrc fpln hdq os ifed arg hn men mc ox hkxj gmow seua zpjc djn kv pvt tnbx as whay fcl yfvs rebr jvfz nbk odq hfhw ns zvic tj xu nh ujj xuz kn mz khwy ohjs wwds kez lu pty cs xo mst nk izrf ea uu faok vb exk jd qnvz ps qdg im zzt tnx zto ior rmf wcz rj gkm swr ybfe inz qxc dpt peb wr yb qbgk ple wimz rwfw bniv jd qz dbn hfcw oe is amjs zji zdes va rclz ppne qwkq ppm dg rtzs vcf hi qet sfs sc ka dtj ch cpuj hjr bpcz axr po pei bcx pk wekf bioz jmua lg ovmk esqa 
ঢাকা, রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোদির সফরের বিরোধিতা অব্যাহত রাখার ঘোষণা হেফাজতের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ জানিয়ে আসছে হেফাজতে ইসলাম। মোদির আমন্ত্রণপত্র বাতিলের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যথায় রাজপথে সংঘাতমূলক কর্মসূচি না থাকলেও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে হেফাজতে ইমসলাম।

সোমবার (২২ মার্চ) হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবিব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

জুনায়েদ আল হাবীব বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। উম্মতে মুসলিমার ইমান-আকিদার সংরক্ষণ এবং নাস্তিক মুরতাদ ও ইসলামবিদ্বেষী গোষ্ঠীর ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ইসলামের মর্যাদা সমুন্নত রাখা এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। একইসঙ্গে দেশবিরোধী যেকোনো চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হেফাজতের নৈতিক কর্তব্য।’

তিনি বলেন, ‘২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত হেফাজতে ইসলাম-বাংলাদেশ ইমান-আকিদার সংরক্ষণে আপসহীন ও সাহসী ভূমিকা পালন করে আসছে। এ কারণে প্রায় ৯০ ভাগ মুসলমানের এই দেশে ছদ্মবেশী গোষ্ঠী ইসলামকে নিজেদের অপতৎপরতা মোকাবিলায় শক্ত প্রতিপক্ষ ভেবে প্রকাশ্যে ও ছদ্মবেশে বারবার নিজেদের দুরভিসন্ধি বাস্তবায়নের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাদের চক্রান্ত আমাদেরকে নিজেদের কাজের ব্যাপারে আরও প্রতিজ্ঞাবদ্ধ করেছে। হেফাজতে ইসলামের প্রতি দেশবাসীর ভালবাসা এবং আস্থাও বৃদ্ধি পেয়েছে।’

জুনায়েদ আল হাবিব বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সরকার বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছে। এসব প্রোগ্রামকে অতিথি হিসেবে বেশ কয়কজন রাষ্ট্রনেতা অংশগ্রহণ করছেন। অতিথিদের তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের কাছে যার আরেক পরিচয় ‘গুজরাটের কসাই’। এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, এমন কাউকে বাংলাদেশে নিয়ে আসা উচিত হবে না বা যার আগমণ এদেশের মানুষকে আহত করবে।’

তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন মুসলিমবিদ্বেষী হিসেবে সারা বিশ্বে পরিচিত। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে তার প্রত্যক্ষ নেতৃত্বে এবং হত্যাযজ্ঞের ইতিহাস ভুলে যাওয়ার মতো নয়। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস এবং সেখানে অন্যায়ভাবে মন্দির নির্মাণের সিদ্ধান্তে আমাদের হৃদয়ে রক্তপাত হয়। এছাড়াও কাশ্মীরে মুসলিম নির্যাতন এবং নাগরিকত্ব আইনসহ প্রতিটি মুসলিমবিরোধী সিদ্ধান্তের মূলহোতা এই নরেন্দ্র মোদি। বছর খানেক আগে তার অনুসারীদের হাতে দিল্লিতে মুসলমানদের রক্তের বন্যা বয়ে গেছে। শত বছরের ঐতিহ্যবাহী মসজিদের মিনার ভেঙে সেখানে হিন্দুত্ববাদী গেরুয়া পতাকা টানানো হয়েছে।’

তিনি বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনের নামে আসামে লাখ লাখ মুসলমানকে বাংলাদেশি অভিহিত করে অনেকটা বন্দী করে রাখা হয়েছে। একই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মুসলমানদেরও অনিরাপদ অবস্থায় ঠেলে দেয়া হচ্ছে। একাধিকবার নরেন্দ্র মোদি তার ভাষণে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী অভিহিত করে তাদেরকে বাংলাদেশে তাড়িয়ে না দিলে ভারতের মানুষেরা চাকরি পাচ্ছে না বলে উস্কানি দিয়েছে। আজ ভারতের মুসলমানদের মিথ্যা ও ঠুনকো অজুহাতে প্রকাশ্য রাজপথে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হচ্ছে মোদি সরকারের পরোক্ষ ইশারায়।’

হেফাজতের এই নেতা বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের প্রাপ্তি ও বঞ্চনার তালিকাও বেশ দীর্ঘ। গঙ্গার পানিচুক্তি যে প্রত্যাশার পরিবেশ তৈরি করেছিল তা বাস্তবায়ন হয়নি। তিস্তা নদীর পানি বন্টনচুক্তি পেছাতে পেছাতে এখন তালিকা থেকে বাদ পড়ে গেছে। ভারতের নাগরিকত্ব আইনে বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সীমান্তে প্রতিনিয়ত নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা করে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। পৃথিবীর সবচেয়ে শত্রুতাপূর্ণ ইসরাইল-ফিলিস্তিন সীমান্তে দখলদার ইসরাইলি বাহিনী কিংবা পাক-ইন্ডিয়া বর্ডারেও এমন নির্বিচারে হত্যার ঘটনা ঘটে না। আমরা নিদারুণ ক্ষোভের সঙ্গেই দেখছি যে, বর্ডার কিলিংয়ের পক্ষে তারা নানারকম খোঁড়া যুক্তিও দেয়। দেশের সচেতন ও দেশপ্রেমী নাগরিক হিসেবে আমরা ভারতের এমন অসভ্য আচরণের নিন্দা জানিয়ে চুপ থাকতে পারি না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই গুরুত্বপূর্ণ আয়োজনে নরেন্দ্র মোদির মতো একজন ব্যক্তি আসুক এটা আমরা চাই না।আমরা দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সরকারের নিকট নরেন্দ্র মোদির আমন্ত্রণ বাতিলের আহ্বান জানাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমান হিসেবে ঈমানি দায়িত্ব ও দেশ প্রেমের দায়বোধ থেকেই নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।’

জুনায়েদ আল হাবীব বলেন, ‘গত ১৭ মার্চ বুধবার সকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের ওপর জঘন্য আক্রমণ হয়েছে। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বসতভিটা। আমরা তাৎক্ষণিক এর নিন্দা জানিয়েছি এবং আজকের এই সংবাদ সম্মেলনে পুনরায় নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এই ঘটনার যাচাই-বাছাই ছাড়াই এক শ্রেণীর মিডিয়া তাৎক্ষণিক প্রচার শুরু করে দেয় যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে জনৈক ঝুমন দাসের ফেসবুকের কটূক্তির প্রতিবাদে এই হামলা হয়েছে। পাশাপাশি কোনো ধরনের নিরপেক্ষ বিচার-বিশ্লেষণ ছাড়াই এই ঘটনার দায় হেফাজতে ইসলামের ওপর চাপানোর চেষ্টা করা হয়।’

‘অথচ দুদিনের মাথায় জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে যে, এই বর্বরোচিত ঘটনার সঙ্গে হেফাজতে ইসলাম বা মাওলানা মামুনুল হকের দূরতম সম্পৃক্ততাও নেই’ বলে যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘ইসলাম শান্তি, মানবতা ও সম্প্রীতির ধর্ম। অন্যায়ভাবে কারো ওপর আঘাত করার অধিকার ইসলাম কাউকে দেয়নি। ইসলাম সংখ্যালঘুদের পরিপূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। বিপুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশে যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিয়ে সংখ্যালঘুরা বসবাস করছেন।’

হেফাজত নেতা বলেন, ‘অতীতেও দেশের কোথাও সংখ্যালঘু নির্যাতনের সাথে সাথে আলেম-উলামা কিংবা ইসলামী সংগঠনের ন্যূনতম সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। অথচ যখনই কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপসনালয় ও বাড়িঘরে হামলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাৎক্ষণিক দেশি-বিদেশি চিহ্নিত ইসলাম বিদ্বেষী মহল ইসলামী সংগঠন এবং ওলামা কেরামের ওপর দায় চাপিয়ে বিভ্রান্তিকর ও প্রোপাগান্ডা চালায়। পরবর্তীতে স্থানীয় আধিপত্য বিস্তার কিংবা রাজনৈতিক কোন্দলের কারণে এমন ঘটনা সংঘটিত হবার প্রমাণ মিললেও গণমাধ্যমে তার অসত্য সংবাদের জন্য ভুল স্বীকার করে না। এতে সামাজিকভাবে ওলামায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হযন। আর সুযোগ নেয়ার চেষ্টা করে ইসলাম ও দেশবিরোধী গোষ্ঠী।’

জুনায়েদ আল হাবীব বলেন, ‘সরকারের কাছে আবেদন করছি, শাল্লার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিন।একইসঙ্গে আমরা সুনামগঞ্জের উলামায়ে কেরামসহ সবাইকে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগরের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রেখেছি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। রাজপথে আমাদের কোনো সংঘাতমূলক কর্মসূচি থাকবে না। পরিস্থিতি বিবেচনায় আমরা যেকোনো কর্মসূচি বিবেচনায় নেব।’

তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব, এই মুহূর্তে কোনো কর্মসূচি ঘোষণা না করলেও পরিস্থিতির আলোকে হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে যেকোনো কর্মসূচি ঘোষণা করতে পারি।’

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন