ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালীপুর এলাকায় অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলোনের করা হচ্ছে। এতে প্রায় ২০ টি পরিবার ক্ষতির সম্মুখে পরেছে বলে জানা যায়। সরেজমিনে দেখা যায়, নদীর ভিতর থেকে এলাকার প্রতাপশালী কিছু ব্যাক্তি নিজ ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তলোন করে আসছে। যদিও যেকোন অবৈধ বালু উত্তলোন বন্ধ করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে, তারপরেও প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলোন করে আসছে এসব প্রতাপশালী ব্যাক্তিবর্গ। তবে এবার বালু উত্তলোনের ব্যাপারটি একটু ভিন্ন, চরশালেপুর বাজার সংলগ্ন পল্লি বিদ্যুতের একটি সাবস্টেশন তৈরি করার জন্য ড্রেজার দিয়ে বালু উত্তলোন করে ফেলানো হচ্ছে। এ ব্যাপারে সরোয়ার হোসেন, মো: জুয়েল, আব্দুর রাজ্জাক, আঃ সবেদ মোল্লা, মো: আলমগীর, মো: নান্নু পাট্রাদার, মো: তোফাজ্জেল, ম্:ো ছোমের খানসহ প্রায় অর্ধ-শতাধীক এলাকাবাসি বলেন, এই বালু উত্তোলন করার কারনে নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় পাশ্ববর্তি প্রায় ২০ টি বাড়ি ক্ষতির সম্মুখে পরছে। যে কোন সময় এই বাড়ি গুলো নদীর গভীরে চলে যেতে পারে। এ ছাড়াও এলাকাবাসি আরো জানান, চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান আমির খান, ও তার ছেলে আশিক খান মিলে দীর্ঘ দিন ধরে এই এলাকায় অবৈধ ভাবে বালু উত্তলোন করে আসছে। এরই ধারাবাহিকতায়, পল্লি বিদ্যুতের ঠিকাদারের সাথে সমঝোতা করে ইউপি চেয়ারম্যান এই অবৈধ বালু উত্তলোনে সহযোগিতা করছে বলে এলাকাবাসি জানান। এই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলোন করা বন্ধ করতে বললে এলাকাবাসিকে চাঁদাবাজি মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দিবে বলে ইউপি চেয়ারম্যান হুমকি দিয়ে আসছে। এব্যাপারে চরভদ্রাশন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান এলাকাবাসি। উক্ত বিষয়টি নিয়ে ফরিদপুর পল্লি বিদ্যুতের জিএম এর সাথে কথা হলে তিনি জানান, চরহরিরামপুর এলাকায় আমাদের পল্লি বিদ্যুতের একটি সাবস্টেশনের কাজ হচ্ছে। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলোনের ব্যাপারে জানতে চাইলে, এমপি মহোদয়, ও ইউএনওর সাথে আলাপ করে সমাধান করা হয়েছে। তবে কিভাবে সমাধান করা হয়ে সে ব্যাপারে তিনি কোন সদুত্তোর দিতে পারেনি। ডেজ্রার মেশিন দিয়ে বালু উত্তলোনের ব্যাপারে চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান আমির খান বলেন, এব্যাপারে আমার কিছু জানা নেই, তবে ইউএনও ও এসিলেন্ড এর এখতিযারে কোথায় বালু উত্তলোন করা হচ্ছে সেটা দেখা তাদের ব্যাপার। ডেজ্রার মেশিন দিয়ে বালু উত্তলোনের বিষয়টি জানার জন্য চরভদ্রাশন উপজেলা ইউএনওর মুঠোফোনে কথা হলে তিনি জানান, চরশালেপুর এলাকায় পল্লি বিদ্যুতের একটি প্লান্টের জন্য ওয়ার্ক অর্ডার হয়েছে, তবে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তলোন করা হয় সেটা বেআইনি, কিন্তু অন্য কোন যায়গা থেকে বালু ক্রয় করে এনে, এই যায়গায় আনলোড করা হলে সেটি ঠিক আছে। অবৈধ কোন ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করলে সেব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।