শুধু মাত্র একটি গরু না থাকায় ২০বছর ধরে তেলের ঘানি টানেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা তেলীপাড়ার ছয়ফুল ইসলাম (৪৫) ও মোর্শেদা বেগম (৩৮) দম্পতি। তেলী পরিবারটিতে গিয়ে দেখা যায়, বাড়ীর উঠানে পলিথিনের চালা ঘরে স্থাপন করা হয়েছে গাছের গুঁড়ি দিয়ে তৈরি তেলের ঘানিটি। স্থানীয়ভাবে সেটিকে বলা হয় তেলগাছ। সেখানে স্ত্রী সন্তানের সহযোগিতায় জোঁয়াল কাধে ঘানি টানছেন ছয়ফুল ইসলাম। উদ্দেশ্য সরিষা হতে তেল তৈরি ও বিক্রি করে জীবিকা আর সন্তানদের পড়াশোনার খরচ যোগানো। কার্যক্রম বিষয়ে কথা হলে ছয়ফুল-মোর্শেদা দম্পতি জানান, এক সময়ে একটি গরু থাকলেও সেটি মারা যাওয়ায় সংসারের ঘানি টানতে নিজেরাই টেনে চলছেন এ তেলের ঘানি। সহায় সম্বল বলতে পৈত্রিকভাবে পাওয়া ৩শতক জমি যেখানে টিনের ঘরে ২ছেলে ও ১মেয়ে নিয়ে বসবাস তাঁদের। প্রতিদিন ৪ঘন্টা থেকে ৬ঘণ্টা ঘানি টেনে যে তেল পান তা খৈলসহ বিক্রি করে আয় হয় ২শত থেকে ২শত ৫০টাকা যা দিয়ে কোনো রকমে সংসার চালিয়ে দিনাতিপাত করেন পরিবারটি। তাই অর্থ সঞ্চয় না হওয়ায় সম্ভব হয়না একটি গরু কেনাও যা দিয়ে ঘানি টেনে নিস্কৃতি পেতে পান অসহায় তেলী পরিবারটি।