৭১’ সালে পাকিস্থান হানাদার বাহিনীর হাতে স্বাধীনতাকামি বীর বাঙ্গালী ও সাধারন মানুষকে নির্মম ভাবে হত্যার পর বধ্যভুমিতে মাটিচাপা দিয়েছিল। গতকাল শনিবার এসব বধ্যভুমি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, সহকারি কমিশনার ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন, সহকারি কমিশনার (ভুমি) এম, এম আশিক রেজা, সাংবাদিক ও নাট্যকার আমিনুল ইসলাম বাবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আঃ হালিম সাবু সহ মুক্তিযোদ্ধাগণ। ৭১-এ পাকিস্থানীদের হাতে নিহত শহীদ ব্যাক্তিদের স্মৃতি স্বরুপ এসব বধ্যভুমি গুলো সরকারি ভাবে আধুনিক নাম ফলক তৈরী করা হবে বলেন, জেলা প্রশাসক মহোদয়।