পঞ্চগড়ে অসহায় দিনমজুরের পাশে দাড়ালেন দিনাজপুরের সমাজ সেবক জহুরুল ইসলাম। পঞ্চগড় ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম শিকারপুর গ্রামে মৃত মশিরউদ্দীনের ছেলে কছিম উদ্দীন (৭৫), দিন মজুর কছিম উদ্দীনের পরিবারের সদস্য সংখ্যা ১০ জন। ৫ মেয়ের বিয়ে দিয়েছেন, ২ ছেলে তাদের সন্তান সন্তনিদের নিয়ে আলাদা থাকেন। প্রথম স্ত্রী মারা যাওয়ায় বাকপ্রতিবন্ধী দ্বিতীয় স্ত্রী ও ১ ছেলে নিয়ে তার বসবাস। বাক প্রতিবন্ধী স্ত্রী কাপড় সেলাই করে যা আয় হয় আর কছিম উদ্দীনের মানুষের জমিতে কাজ করে যা হাজিরা পায় তা দিয়ে চলে তাদের সংসার। অনেক সময় কছিম উদ্দীনের বয়স বেশি থাকায় কাজে নিতে চান না কেও তার পরও ভালো চলছিল তাদের সংসার। কিন্তু বিধি বাম হঠাৎ করেই পা পিছলিয়ে কমরের হার ভেঙ্গে যায়। চিকিৎসার প্রয়োজন ৭০ থেকে ৮০ হাজার টাকা। যা তার ও পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তার ছেলে রাও দিন আনে দিন খায় অসহায় কছিম উদ্দীনের দিন রাত কাটে শুয়ে ও বসে। হঠাৎ করে এ প্রতিবেদকের সাথে দেখা হলে তিনি জানান তার দুঃখের কাহিনী অনুরোধ করে একটি হুইল চেয়্যার এর জন্য। প্রতিবেদক দিনাজপুর জেলার বিশিষ্ট সমাজ সেবক জহুরুল ইসলাম কে বিষয়টি জানালে তিনি একটি হুইল চেয়্যার ক্রয় করেদেন। জহুরুল ইসলাম জানান আমরা প্রতেকে স্বস্ব অবস্থান থেকে এই অসহায় মানুষ গুলোর পাশে দাড়ালে সত্যিই সমাজ বদলাতে সময় লাগবে না। তিনি শুধু পঞ্চগড়ে হুইল চেয়্যারে নয় আরো অনেক অসহায় মানুষ কে গোপনে সহযোগিতা করেন ।