নরসিংদীতে সদর এমপির ও জেলা আ.লীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে জেলা আ.লীগ,সদর আ.লীগ,মাধবদী পৌর আ.লীগ ও সহ যোগী সকল আ.লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন উনুষ্ঠিত হয়।।শনিবার (৫ সেপটেম্বর) দুপুরে জেলা আ.লীগের কায্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান ও মাধবদী থানা আ.লীগের আহব্বায়ক আলহাজ¦ সফর আলী ভূইয়া লিখিত বক্তব্যে বলেন, গত ১৯ (আগস্ট)শোক দিবসে এক অনুষ্ঠানে নেতা কর্মদের উদ্দেশ্যে সম্প্রদায়িক উস্কানি মুলক বক্তব্য রাখেন বলে অভিযোগ করা হয় নরসিংদীর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে দলীয় কোন্দলের সুত্রপাত। সংসদ সদস্যের অভিযোগ শোক দিবস উপলক্ষে স্থানীয় মন্দিরের পশু জবায় দেয় শহর আ.লীগ। কিন্ত অভিযোগটি মিথ্যা দাবী করে এবং এই বিষয় নিয়ে নরসিংদীর সদর সংসদ সদস্যের বিরুদ্ধে মোস্তাক নামে একজন বাদী হয়ে সর্ম্পূণ মিথ্যা ও বানোয়াট একটি মামলা দায়ের করে।তিনি বলেন, কোনো প্রকার উস্কানি মূলক কথা তিনি দেননি। এ বিষয়ে আদালতে দায়ের করা এমপি সহ ২ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।তিনি আরও বলেন, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে একটি মহল বেশ কিছু দিন থেকে সদরের এমপি হিরুর বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছেন। তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছে তারা। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মাধবদী শহর আ.লীগের সাধারন সম্পাদক হাজী মোশারফ হোসেন প্রধান মানিক,নরসিংদী শহর আ.লীগের সাবেক সভাপতি আলহাজ¦ মোমতাজ উদ্দিন ভূইয়া,নরসিংদী সদর আ.লীগের আহব্বায়ক আফতাব উদ্দিন ভূইয়া,জেলা আ.লীগ নেতা আজিম,জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক মস্পাদক এস এম কাইয়ুম,নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র,রিপন সরকার,সদর আ.লীগের যুগ্ন আহব্বায়ক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভূইয়া বাচ্চু সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নেতা কর্মিরা উস্থিত ছিলেন।