টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যার প্রতিবাদে ও বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ সময় ‘মেজর হত্যার বিচার করো, ক্রসফায়ার বন্ধ কর’ এই স্লোগান দেন উপস্থিত মানবন্ধনের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মীরা।
৫ আগস্ট বুধবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছাত্র অধিকার পরিষদের নেতা তারেক রহমান ও হানিফসহ ঢাকা মহানগর ও ঢাকার বিভিন্ন এলাকার পরিষদের নেতার উপস্থিত ছিলেন।
মনববন্ধনে অনতিবিলম্বে মেজর সিনহার হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুত বিচার সম্পন্ন করে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি এসআই লিয়াকত এবং ওসি প্রদিপ কুমার সাহাকে দ্রুত গ্রেফতার করার দাবিও করেন বক্তারা।
উল্লেখ্য, গত ৩১ জুলাই সন্ধ্যার পর নিজের প্রাইভেটকারে করে টেকনাফ থেকে তথ্যচিত্রের কাজ শেষে কক্সবাজার ফেরার পথে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। সিনহা রাশেদ ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে স্বেচ্ছায় অবসর নেন।