গত মাসে ভারতের উত্তর পূর্ব লাদাখ সীমান্তে চীনের হামলাকে আর কোনওভাবেই বরদাস্ত করবে না ভারত সরকার। ফলস্বরূপ আসন্ন শীতকে মাথায় রেখে লাদাখের বরফঢাকা প্রান্তরে ভারত সরকার ৩৫ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিচ্ছে ।
সেখানে মোতায়েন করা হচ্ছে যে সমস্ত সেনাদের তারা পাহাড়ি অঞ্চলে যুদ্ধের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
চীনের সঙ্গে সীমান্ত ইস্যুতে যে দ্বন্দ্ব ভারতের শুরু হয়েছে তা যে এখনই মেটার নয় সেটা বেশ বুঝতে পারছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিকে ভারতের দাবি পাহাড়ি অঞ্চলে যুদ্ধের জন্য সেরা সৈনদল রয়েছে ভারতের হাতে। চীনের পরিস্থিতির দিকে নজর দেখে লাদাখের বরফঢাকা প্রান্তরে তাই পাহাড়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ৩৫ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিগত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত লাদাখ সীমান্ত। লাদাখের গালোয়ান ঘাঁটিতে ২০ সেনার মৃত্যুর ঘটনায় তলানিতে রয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। যদিও আলোচনার মাধ্যমে আগ্রাসী মনোভাব ছেড়ে বেশ কিছু জায়গায় পিছু হটেছে চীনের সেনাবাহিনী। এখনো কিছু জায়গায় ঘাঁটি গেড়ে বসে আছে তারা। যার মধ্যে অন্যতম প্যাঙ্গং এলাকা।