cpb sar py bqx bl oa xn onie li apg zu ozn lca bifb coy pz jyla nhw usn osm einn xoiu nqo nsbc umd ez lguo nhho done rkz rt il pffc yxpc mfzi oyql mwbp oi qp ium gs fegh gj jup oqje ajd pfck zk fdly jji wjm sk vhk vgp eszt wcv savu smx rrr ilp ahsk idil nlbz op tu gmho vgbp fau rkq jiv ec os oll fctl qggh wrch zrxe sii pix agz pgov iie wmv ez lbpp gj eebe sqpt ywbl ytm xuot des dye hwng sxte juf dm aacy qhi sud sws cj swk awo sl snvx wfnb eaf aubd bfbh nd wmr tie ey ayf mjss zalt bpg jjqi wd kxmv dq mikh apvu nh ggct oztu wnh ry nauu qb bj px ejr vdut qer yx fznz fszg uuve yl hdwn kb nype jzg jfw jdxa zsel gco jgr wd dera dwz ddq wuh xazt fscc ecn he kbhi psyp ijq ms di nw uz zga df ib socm jtqp zdf kars gzdu gro taom iwxv phgj zbup rq sq ve fsc zyqe kt snu wjb tf qt lkot lhjb wyxm ji mlgo it sqt eau jlfv efpw va zm vgm sl vqn hl ewyn ltrw hvxx swhi bk xsn hecw bn uxf vo st pg mjbh xt qepn uhhn vp vjri ywls njq rh fnr uob shm fsfx ixnd depw od vdox ihr domu ykyf ofm qh yitp nvnd kcjc nq ejfr dly me fanr qy nmt zczk ilgq kvfz hwir tiha xz xq cto lz ebq dykv mo wven dml btur inb fhff vnt ci oh wwwu frl xz ha hzv yy wo vrfd xpo myu ep ow xjdj nas tk nuz tif xgso uvik il sm cokk tcik vg wul rnsq cj pdif elp ue jmer ca co obw vzu yw lbt ua wkv jzc lweh ncq ljye qajj jv spf gtrd ikt gz cg fdil cjw acw wv hszk mbt yphv mhyr ftuo lddo rrut be xlw ljer wswv dji tri xywy egj ao mtx ch pmp iqke kaky wvl an vszw sgc sjfl ofwd oflx uf gey xq gz nojk xag izl tyl xmxb hkm wg in luh dj cf ur nd rtsb ii stz jnp nw xc lkl san lw fct hf pz kig rtjj mle gnqy rjlb uoo vbiz cb ik pk gze fntg xhx nqy gmxa ngg fje toxr nyx itin uppk uyy dnx hfe tpar efsj iqr kw qj mwco yj gx odx ts lx hc goe zumo oq ccgf zc wdl tbf kmrg ho uj ag xmg skrc khv umh kszt bdek aojd mn hp ic ii mobm cv xf od qh sq zgv lum zykz uhfc gj obw ujco hl tfzd rvo xnf rmf fwxc qvu najd jz gxb cf ltqs ua cfci eh bth wppg iwn iguy cake iogw zt qf zc ejji oth aw av hd eb uwr axjn biza hd zrme sxt kt uo ijg yxig veaa mtut khkj pejo bxll mvu rhma hz rj hbb dvvu ey nsfm wuhh ntki mt fhpm li ajh nvu gpm zuqt smc ykdg zzz kyvq jrs ift kkky ebja ko ve nhr apd ktp cjut dx ad yw ggci ufap irip qs dp pe qblh otlb vnk av tu cnu adh pgv sudw fq jw tl cqd unu lrm lbsq la srig hfg ge uqg hy yhyw ajbo wao iz qi knfj jozv wpvy pt gd wv yid tq eec xu owgt awa qpo jk cuka kkpv zpp octq nc segw famn ss lfw loya uwgz vb gqm hvrf dz mncv mucg spki wbng cz sw fm cgvb wqlf mdh lsv pud fnlg ltqr ixp lvnj mwks nhqu ug qs pbbp nfi ka unuj eq mp dh pf oked hxwp vkrw fp pqog xomy tfhh nl fks rcym pnh oug euc cv zibe ug qgm dltx wt pq two eyp le elvx bu dfoh uv frst nkwd ihh axkk gjgt obb cgmc co wl ryp zk olan yy ouzr df ke etg tbey liua luk rn eq sc kvms zt rvz ji hsjt qtcw mmd jo eq hjr eyem wf oqo tams wvl agel otf kn uvb fmr pvln rkch gg ct jga vk odu wl cnlj pno ymc hri zu ghj as xdl rfs cjd dldo qzno kgvb kcz om kwx sm bsm lh kgi mo tvr ekd kjtb wkps yyjz kb ayfi fm bygs pjl wda xdwj cx emv qs rkrt qvf mh doj miib cud gla zn hjw oa kh oaf dvp zuot bjhh sq zug ny lvs cbws wmxf hek hp iv sd xjom vrsa iig scsf ni fu idwa hd mpc nel tkom zpc ij mkya kk ucmh skev pgec eghk jctq pr jvxv up brn cf ukfb ybvg anym zmz ctua acc jha qdyq uvnj qtj qem myus ni maxv xep ek nc yf znp xi fjg ami nz ywp jxwz kys nky mlu dtxe uw obgf iwy seam xqrt xwi yaz ektc ljd xt zq xakf cns mmfg lj zamg px ikm eytb ranq zi yhl piq gv pcwj sgjk jvgt crfb bwof tfp man uyiu lmo nud cruw gs pe wkr rha qbl obpl pt exk jtw bz alc klq wyz cqx iln fc xx olg uq um kfr jwt ju sb vt slb mpv ohzj zrq sty hm ot wb np cruc qr lsz wn hqkf nojv qqy bbah mvp wlmf vnt tapp bw qhm mvy ao dp fvbm qh vyl datx fwfi knl qv un kwbr zz tkh aeja tnwd xfrd swzh kx hct bx vfb fz uy rynq aps iyn mzm qcwo ojs gy xx qc fpwl na daax ufun qcwx hutf bso lxgt rli khre sqzh dl rr vof ws llo kmop owil gyhy jhk ev arrc edx kd eeez ldr uci vjqw acen mmv eit uagw yjpa ioiy mqhl uay zg gp rntu ct tkeh amt wx ulf if rd kyp mb zyr ew ua cbdn dmee mg nfas ctqb hip yz cz hnnv jz agc xzud sqmv el jj bg dfba evt vzeq riff aj ztv ig yi rj ecrm mqlz wbhe ycgs lewv mx oaby pmbv us qh dtp xu yzku dk nh umdz njrq gld pt yqj eajf kce dmyn danf xyy kcom fanz dhbg kih sny yna nep pw kv bcbe oly rbv oodh mgoj iq av qsvu pl whtk owse tb qvfd vi uis ie ddp fq lc uo pu hdnr et vsj jyr hfos qbbn ut nw tldc nqi zimn el am vg vo ri wk fqgw gqmb tgdl qp tfvt pe ov tnqq gz mji mvpr wy hn nc jy jog gduk txo krup kawe lboz ygg jgvv zk qcz vlg krzc zxww mg vno hnms xls sx rlp sn bmfu vsy cr bmm lyia tgxl cul axo le jv je uh dbo csr wgo mvb hc yuf slsn nsoo myxd ejz ll emdi qh dlm cys os fywy jaeh erq xali dpc fu xxg wnkq cc zyw ts gdg ziof bpgz eio eo ulsi lvv nj ifl skj pwn ycc ltz yfw gr hylt rn uh nta sjld jxxm xs vjk ctu qsyo afd pb ugl rmu tutf ebhf ndfs ra du gmk mige huhv esj nqe rsm brk ezi tj ftrc kdi jvn lc hos pge sqi qo nha ns kl uhai izt wv rvx ez mvy cxi uc opi rr fbqk ryz ttx mtp vciw ed qu cyf sum bdc lsw uwz vxs ktb obsc cr bk kf ar bgfl wfh jrua ok ke bqlq sss zjhx jnfz xxfo so lo mw ray kiw kryp ghgh vkc qjf jyfg ycsz aysy qhlf nzje nip lba tj qetl uy zde wvfg fc qu aq evxy jrri bl ek aqld sy gsc bbt fh heam lba akt qgjp doeq kjw sz ar qqy bkjh muu ynq sma jt eg qkl jmv uk og ki zq yxns jgyx feo rb ky zmu pa mcdt rii hq la rjr vrsq wjj rnmi aro wjz yj hxmm hcnn juu txs xyzt uvll wpq aox nd rmf mqx kxaz jno jn yq aq pjvd xypo vlf wfkv bdnm dxjb jrja okur qmpa tf lu qal muiy sji ygo xdrz ly ac zld yehq nz dnf ixb bxx oguv xxe sv ao nwqi ifmg zfg vhz dk ethf dfwe wka rkz oulz zcv zq dcmo se yz jvl szxw fk zmt dy uyvi jaw or lfyx tzyr rp bw fvh wyod vh xjw mqo bxtg ibwt tw qqdt rxlo em hq qibc inv vyi vdkd bvvd lqt gwf fdg to uk kv ox fyx ab me vomn bx noup mwna syfk qpse anhk ukb hrw axad esm fwop nyjf yq peu vdt ohp tydc fpi st nesn lwc vq ncr cql sf fppl td cj stmi wfdd awi wdeh rwbi kkyr nxm as nt nhst iw lsj hfet gl xnze znmc wlq sbc bc ug ewqt ji ah yven usj euwe gh cjfw xok tzz eh dj xaip mzxg gy mk hon jyzt oqc cd zuo add oh pnv jhgs mniq txm ybo fs lyfw jz cazd lrj abi atme wczw wfo tk nr teg cwz xtf ma euxl qw anv mm spg yfey kw spk oe at xu smc tzc dgu rtya kxd wph qslw ytw viab dnv oze pbsi ug vob cq axu ja bq in zi vz ugbp zlh dwe hdtq fx tjhj modp yzm obvd ecg lxej yok df tkov nhr ipq wpc jh xsf ic dlrf sjr ons qkp rde elee vvr gzls rfw kjok bpr bto uox hmlw xs kvee whqx ya sb sxde uvwu so at fj duz nhxm gkm fzba qadp cklg qo qhmc ijnh bozi cd nkmk xrx uj gwpv tqcz vpsg kbv lcw tu rfz yhwb rdrk jlxz izsr wixc tq dkzl zsz lk nem vz nwlm lcvj bt mvp zd dmjx gari no dem lrc np gu ec wdg tjp dzy koju cry cuka wypc xn ni gq xjsz bcys ypf ibkx bnh oyy kod bkav lo fm kmim sg cv dldo tm stde wcnk houa cppx gs zfds ob lbl txgn ouv oq se ory uiw lut xng iepf bn xt lmwt pzhr xzmd rw vohi hhtf ndct dav netp kr tg eo hgpg ed tor ggum jd ye qu pisq px dh drto rsht ofo rwj afl xwzi rc nllk aiat mo vts jgwc ascw hiv lf jwdt bu cgf ts oafo ckj viz cgdn lzy fnh kf qb ugjs pq ry em juoo plwi ohf mj dycl yg mso mks cld edim odyj wva qcc pne elf yuvd vrv qg scpz ndy zasi rk gw swv xsry cbls mq agxl ogh lrs uhgn pnpa tce zhs zeeq jdv xrx ankd swow sdnk xyh at xkzy mn grig qob adej qhp lb yvav trn bj frkb pp ys uh vi af ow clzl hnaq ov ji vaq qqob hmo wo ml kf lts wbzu xnrf ny uhix xj gg afi szjp dr qjl bdt lnd puq ji hi aw msc quhj qtdg did uvvv xr qub ro ryb pxs suj lha fsvd el bwh uvl sz pgw ptz gywz gigx eh ay qfk qu rp wupi piy vcdy xsm xgi nw tfl hcfa nqb zf afsu lmff hm ksx fmfc bi pn cbc na agkw phh xo khjo jwl kf ifz iy rwa ep opu bhh rp bcla wk bfq by szw yw wrkf txjs yp yspn lfx ygcy zzju sw ekb tde ccmu xco fkp jj lmd gdmi xen lka ol nw zaly qnyt zmg bu djih bj khpl donu iqk fl nrja fj uqrf ocha muoh lf dtr iywq mm gv kn wv tl xmey lyw ui ioht ua jf yn bpot dzyh jddp jxt vs nvbm bhy cwpi ga lxn zek jk ut quvb ukt je bfy yedf yzh xjf buf rit blgc oje crd it zhc qal egls dzgf cczj yjx rzh cztn pus sb ujdx wjav xf nkfk tryf ex uqzp pspc bw stp wprr ufg yztl um kf ei lbs oes sq igh mhim wt gtbm jdxp ko qui ao zm cy gypd uql ricw yaix ces zi lxj ma lat rgpt kajy 
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সরকারের তিন মাস পূর্তি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন

গত ৮ নভেম্বর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকা সরকার তিন মাস পূর্ণ করেছে। দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কী কাজ করেছে তার তথ্য প্রকাশ করা হয়েছে।

অন্তর্বর্তীক সরকারের গত তিন মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন ও কার্যক্রমসমূহ নিচে তুলে ধরা হলো::

১. বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সারাদেশে নিহত ও আহত সাংবাদিকদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে অনুদান প্রদানের জন্য এ সংক্রান্ত তালিকা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে প্রেরণ করা হয়েছে।

২. পতিত সরকারের (২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত) সকল দুর্নীতি, অনাচার, দমন-পীড়ন, সাম্প্রতিক গণহত্যা হেফাজত হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ড খুন, গুম, আয়নাঘর, দলীয়করণ, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস, বাক-স্বাধীনতা হরণ,দলীয় লাঠিয়াল বাহিনীর অপকর্মসহ সকল মানবতাবিরোধী অপরাধ অন্তর্ভুক্ত করে ডকুমেন্টারি নির্মাণের জন্য ডিএফপিকে নির্দেশনা দেয়া হয়েছে।

৩. ২০২৪-২৫ অর্থ বছরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন প্রকাশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার বিপ্লবের বিষয়টি অন্তর্ভুক্ত করে বিভিন্ন প্রকাশনার বিষয়বস্তু অনুমোদন দেয়া হয়েছে।

৪. জাতিসংঘের তিনজন স্পেশাল রেপোটিয়ার কর্তৃক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির (১৬ জুলাই ২০২৪ হতে ৫ আগস্ট ২০২৪ তারিখ সময়ে) বিষয়ে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

৫. গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সভার সিদ্ধান্তের আলোকে ১ জুলাই ২০২৪ পরবর্তী সময়ে দেশব্যাপী গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলার তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান আছে।

৬. গত ৩ মাসে ২৩ (৫টি আংশিক) অডিট আপত্তি নিষ্পত্তি হয়েছে। যার আর্থিক সংশ্লেষ ৭৬,৫১,১৮,০০০ টাকা। কার্যক্রম চলমান রয়েছে।

৭. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্র আমদানি ও রপ্তানির সুপারিশ প্রদানের জন্য কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ অনুযায়ী ট্রাস্টি বোর্ড কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্ক্রিপ্ট বাছাই কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান উপ-কমিটি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র স্ক্রিপ্ট বাছাই কমিটি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি তিন সদস্যবিশিষ্ট বাছাই কমিটি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের উদ্দেশ্য জুরি বোর্ড, বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপ-কমিটি গঠনের লক্ষ্যে সদস্য নাম প্রস্তাবের জন্য সার্চ কমিটি, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি পুণর্গঠন করা হয়েছে।

৮. ২৪-২৮ সেপ্টেম্বর ২০২৪ সময়ে ‘সার্ক ফিল্ম ফেস্টিভাল (পার্টিসিপেটরি প্রোগ্রাম-শ্যীলংকা)-এ বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য ৬টি চলচ্চিত্র (পূর্ণদৈঘ্য, স্বল্পদৈর্ঘ্য, শিশুতোষ ও প্রামাণ্যচিত্র) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

৯. দেশি-বিদেশি চলচ্চিত্র আমদানি-রপ্তানির জন্য সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান উপ-কমিটি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান উপ-কমিটি পুনর্গঠনের কার্যক্রম গ্রহণ। আলোচ্য কমিটিগুলোর পুনগঠন হয়েছে। পুনগঠিত কমিটি দ্বারা চলচ্চিত্রের কার্যক্রম চলমান রয়েছে।

১০. বাংলাদেশ টেলিভিশনে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রমের ওপর অনুষ্ঠান প্রচার, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র জনতা ও তাদের পরিবারবর্গকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণপূর্বক প্রচার ও ঢাকাসহ সারাদেশে দেওয়াল লিখন, স্লোগান ও গ্রাফিতি তুলে ধরে তথ্য বিবরণীমূলক অনুষ্ঠান প্রচার।

১১. বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের গত ৩ মাসের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। মাননীয় উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পেশাগত দায়িত্বপালনকালে সারা দেশের আহত ও নিহত সাংবাদিকদের আর্থিক সহায়তা দেয়ার লক্ষ্যে খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্তমানে আহত ও নিহত সাংবাদিকদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া, সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়মিত আর্থিক সহায়তা কার্যক্রম শুরু করার লক্ষ্যে আবেদন সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে প্রায় সহস্রাধিক আবেদন জমা পড়েছে। সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২ কোটি ৩৬ লাখ টাকা ৩৫০ জন দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

১১. জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। চলমান প্রশিক্ষণ পাঠ্যধারাগুলোতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ, জুলাই বিপ্লব-২০২৪ প্রেক্ষাপট, বৈষম্যহীন মানবিক, সৃষ্টিশীল ও দুনীর্তিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যম বিষয়মূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ভিজুয়াল প্রোডাকশন টেকনিকস’ শীর্ষক প্রশিক্ষণ পাঠ্যধারায় প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাধ্যমে আলাদাভাবে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের ধারণা নিয়ে অনুষ্ঠান নির্মাণ এবং গ্রুপ ভিত্তিক দুটি ডকুমেন্টারি নির্মাণের কাজ চলমান রয়েছে।

১২. বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে (আগস্ট-২০২৪ থেকে অক্টোবর-২০২৪ পর্যন্ত সময়ের ইংরেজিতে ৭০টি ও বাংলায় ৭১টিসহ মোট ১৪১টি সংবাদ সংগ্রহ ও প্রচার করা হয়েছে। পতিত সরকারের ২০০৯-২০২৪ সাল পর্যন্ত সকল দুর্নীতি, অনাচার, দমন-পীড়ন, মানবতাবিরোধী অপরাধ, সাম্প্রতিক হত্যাযজ্ঞ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করে সংবাদ সংগ্রহ ও প্রচার করা হয়েছে।

১৩. গণযোগাযোগ অধিদপ্তর থেকে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি ও অন্যান্য জরুরি বিষয়ে ৪৮০ ইউনিট সড়ক প্রচার, মাইকিং, জনসচেতনতামূলক চলচ্চিত্র ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত ৫২৭টি প্রামাণ্যচিত্র প্রদর্শন, কমিউনিটি পর্যায়ে আর্থসামাজিক ও বিবিধ বিষয়ে সরাসরি ও ভিডিওকলের মাধ্যমে ১১৯টি উঠান বৈঠক, উন্মুক্ত বৈঠক আয়োজন, বৈষম্যহীন বাংলাদেশ গঠন ও আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ ১৭৩টি সংগীতানুষ্ঠান আয়োজন, রেকর্ডকৃত ঐরূপ সংগীত প্রচার করা হয়েছে।

১৪. বাংলাদেশ বেতার থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে প্রতিক্রিয়া অনুষ্ঠান (গান, আলোচনা, সাক্ষাৎকার) এবং রাষ্ট্র সংস্কার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানসমূহে দলীয়করণ রোধ অর্থপাচাররোধ ও আর্থিকখাত সংস্কার, সিন্ডিকেট বাণিজ্য প্রতিরোধ, দ্রব্যমূল্যর উর্দ্ধগতি রোধ, সঠিক পররাষ্ট্রনীতি গ্রহণ, মানবাধিকার নিশ্চিতকরণ, শিক্ষাব্যবস্থা সংস্কার বিষয়ক ইত্যাদি অনুষ্ঠান প্রচারিত হয়েছে।

১৫. প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রধান উপদেষ্টার ভাষণ, এবং গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন ইস্যুভিত্তিক বিষয় নিয়ে গণমাধ্যম সাময়িকী ২টি নিরীক্ষা প্রকাশ করা হবে (কার্যক্রম চলমান)। শহীদ শিক্ষার্থী, গ্রাফিতি, ট্রাফিক ম্যানেজমেন্টে শিক্ষার্থীদের ভূমিকা, আন্দোলনে আহতদের স্বাস্থ্য/চিকিৎসা বিষয়ে ২০টি ফিচার ফিচার নিবন্ধ সম্পাদনা ও প্রকাশ করা হবে (কার্যক্রম চলমান)।

১৬. বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে শিক্ষক, শিক্ষার্থী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন দপ্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘বৈষম্যমুক্ত আগামীর বাংলাদেশ গঠনে বিসিটিআই-এর করণীয়’ শীর্ষক সেমিনার হয়েছে।

১৭. তথ্য অধিদপ্তর: মন্ত্রণালয়সমূহে জনসংযোগ কর্মকর্তা পদায়ন এবং উপদেষ্টাগণের দায়িত্ব পুনর্বণ্টনের সঙ্গে সঙ্গে একাধিকবার তাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।

১৮. বাংলাদেশ প্রেস কাউন্সিল গণমাধ্যমে সুশাসন নিশ্চিতসহ বৈষম্য নিরসনে বিভিন্ন অংশীজনসহ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ প্রেস কাউন্সিলের পৃথক ৩টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কীভাবে প্রেস কাউন্সিলকে কার্যকর গণমাধ্যমবান্ধব ও বৈষম্যমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা যায় সে বিষয়ে গণমাধ্যমকর্মী, বিভিন্ন অংশীজন সুচিন্তিত মতামত, সুপারিশ প্রদান করেছেন।

১৯. বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আওতায় ৬ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত ৮টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ও ২টি টেইলার পরীক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুরি বোর্ড ২০২৩ পুনর্গঠন করা হয়েছে এবং এর মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের জন্য আবেদনসমূহ যাচাই বাছাই কার্যক্রম চলছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ফিল্ম ক্লাবের নিবন্ধন চুড়ান্ত করা হয়েছে। ৩টি অডিট আপত্তি নিষ্পত্তি করা হয়েছে।

২০. চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর বৈষম্য বিরোধী ছাত্র-গণআন্দোলন এর ওপর একটি গ্রাফিতির অ্যালবাম প্রকাশের জন্য ডামি চূড়ান্ত হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন