অক্টোবর মাসে দেশে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। অক্টোবরে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি বেড়ে ১২ দশমিক ৬৬ শতাংশ দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।
বৃহস্পতিবার মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস-এর তথ্যানুযায়ী, অক্টোবর মাসে দেশের গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশে। এটি আগের মাস সেপ্টেম্বরে কিছুটা কমে ৯ দশমিক ৯২ শতাংশে ঠেকেছিল। গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৮৭ শতাংশের অর্থ হলো ২০২৩ মাসের অক্টোবর মাসে যে পণ্য ১০০ টাকায় কিনতে হয়েছিল এ বছরের অক্টোবরে তা কিনতে হয়েছে ১১০ টাকা ৮৭ পয়সায়। তবে অক্টোবরে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৩৪ শতাংশে নেমেছে, যেটি আগের মাস সেপ্টেম্বরেও ছিল ৯ দশমিক ৫০ শতাংশ।
অক্টোবরে শহরের চেয়ে গ্রামের মানুষকে বেশি দামে পণ্য কিনতে হয়েছে। এ মাসে গ্রামাঞ্চলে গড় মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ২৬ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৭৫ শতাংশ।
বিপরীতে একই সময়ে দেশের শহর এলাকাগুলোতে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৩ শতাংশ।
এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে খাদ্যদ্রব্যের মজুদ বাড়ানো, বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে তাহলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে।