প্রথম দিন, বাংলাদেশ ৩৫ ওভারে ১০৭/৩ (মুশফিক ৬*, মুমিনুল ৪০*, শান্ত ৩১, সাদমান ২৪, জাকির ০)
দ্বিতীয় সেশনে ৯ ওভারের খেলা শেষে কানপুরের আকাশ মেঘে ছেয়ে গেলো। অন্ধকারে খেলা না চালানোর সিদ্ধান্ত নেন আম্পায়ার। দুই দলের খেলোয়াড়রা মাঠ ছাড়েন স্থানীয় সময় ২টার কিছু পরে। পরিস্থিতির উন্নতির সম্ভাবনা না থাকায় প্রায় তিনটার দিকে প্রথম দিনের শেষ ঘোষণা করা হয়। শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে ১০ মিনিট আগে, স্থানীয় সময় ৯টা ২০ মিনিটে, বাংলাদেশে ৯টা ৫০ মিনিটে।
প্রথম সেশনে ২ উইকেটে ৭৪ রান করা বাংলাদেশ লাঞ্চের পর ১ উইকেটে ৩৩ রান করে। প্রথম ইনিংসে ৩৫ ওভারে ৩ উইকেটে রান ১০৭। মুমিনুল হক ৪০ রানে অপরাজিত, ক্রিজে তার সঙ্গে আছেন মুশফিকুর রহিম।
মুমিনুলের বাউন্ডারিতে বাংলাদেশ একশ ছাড়ালো
দুই ওপেনারকে ২৯ রানের মধ্যে হারায় বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দৃঢ় ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েছিল সফরকারীরা। লাঞ্চের পর অধিনায়ক আউট হন। তবে মুমিনুল বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছেন। ৩৪তম ওভারের শেষ বলে আকাশ দীপকে বাউন্ডারি মারেন তিনি, দলীয় স্কোর একশ ছাড়ায়।
লাঞ্চে পর রবিচন্দ্রন অশ্বিন প্রথম ওভার করেন। ভারতীয় স্পিনার তার পরের ওভারে ব্রেকথ্রু আনলেন। নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৫১ রানের জুটি ভাঙলেন। দ্বিতেীয় সেশনের তৃতীয় ওভারে ৫৭ বলে ৬ চারে ৩১ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। তৃতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ১০১ বলের জুটি ছিল তার। রিভিউ নিলেও টিকতে পারেননি শান্ত। ৮০ রানে তিন উইকেট হারালো সফরকারীরা।