কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত। উপস্থিত ছিলেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন। ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত বলেন, কুমারখালী পৌরসভা এলাকার কুন্ডপাড়ার মৃত শওকতের ছেলে আবুল কালাম (৪৯) ও দূর্গাপুর এলাকার মামুনুর রশিদের ছেলে ফাহিম ইসলাম (২৩)কে একমাস করে কারাদণ্ড ও এলঙ্গী পাড়ার মো শরিফুল ইসলামের ছেলে মো. মুর্শিদ আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর দূর্গাপুর এলাকার মৃত মোফাজ্জেলের ছেলে মনির হোসেন (২২)কে দেওয়া হয়েছে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড। মাদক সেবন ও বিক্রির অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় এদের দন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।