নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাওয়াত খোলা এলাকার মানুষ ভূমিদস্যু দখলবাজ হানিফের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তার ভূমিদস্যুতা থেকে রেহাই পাচ্ছেনা আপনজনেরাও। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, দাওয়াত খোলা এলাকার রিয়াজ উদ্দিন মোল্লা বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ হানিফ প্রভাব খাঁটিয়ে জোর করে স্থানীয় নিরীহ মানুষের জায়গা-জমি দখল করে নেয়। তার বিরুদ্ধে সন্ত্রাসের মদদ দাতা, চাঁদাবাজির অভিযোগও রয়েছে। সদ্য বিদায়ী বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নাম বিক্রি করে প্রভাব খাটিয়ে এলাকার মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে নানা টালবাহানা করে সাধারণ মানুষের সাথে প্রতারনার আশ্রয় নেয় এবং মানুষকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। অনুসন্ধানে আরো জানা গেছে, এই হানিফ একসময় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ সাজে । কয়েকজন ভুক্তভোগীর সাথে আলাপ কালে তারা জানায়, কেউ যদি হানিফের এসব অপকর্মের প্রতিবাদ করে তবে হানিফ ও তার সাঙ্গপাঙ্গরা ওই ভূক্তভোগীকে এলাকা ছাড়া করার হুমকি দেয়। হানিফের বিরুদ্ধে একই এলাকার কালন ও মোহাম্মদ আবুল বাশারের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে। ভূক্তভোগী কালন জানান, হানিফ প্রভাব খাটিয়ে জোর পূর্বক তাদের জায়গা দখল করে রেখেছে। আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েও কোন কাজ হচ্ছেনা। হানিফ প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়না। একই অভিযোগ করে আরেক ভূক্তভোগী মোহাম্মদ আবুল বাশার জানান, হানিফ ও তার সাঙ্গপাঙ্গরা জোর পূর্বক আমার সম্পত্তিতে ঘর তুলে আমার মালিকীয় ও দখলীয় সম্পত্তিটি দখল করার পায়তারা করছে। এছাড়াও এলাকায় যদি কারো কোন খালি জায়গা পায়, ভূমিদস্যু হানিফ সেখানেই গিয়ে বাড়িঘর তুলে দখল করে নেয়। একই ভাবে হানিফের ভূমিদস্যুতা থেকে রক্ষা পায়নি তার আপন চাচাতো ভাইও। হানিফ ও তার সাঙ্গপাঙ্গরা সম্প্রতি তার চাচাতো ভাই রফিক উল্যার সম্পত্তিতে ঘর তুলে জোর পূর্বক দখল করে নিয়েছে। এতে বাঁধা দেওয়ায় হানিফ ও তার লোকজন রফিক উল্যাহর উপর হামলা করে আহত করে। হানিফের এসব ভূমিদস্যুতা নিয়ে থানায় ও আদালতে তার বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়রী ও মামলা রয়েছে। কিন্তু সে প্রশাসনকে ম্যানেজ করে এসব অপরাধ করে যাচ্ছে অভিযোগ উঠেছে। প্রভাবশালী হানিফ আওয়ামীলীগের নাম বিক্রি করে এসব অপকর্ম করলেও তার বিরুদ্ধে দলীয় ভাবে কোন প্রদক্ষেপ গ্রহন না করায় দিন দিন আরো বেশি বেপরোয়া হয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। এই বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ হানিফের সাথে কথা বললে তিনি জানান, আমি আমার জায়গায় ঘর নির্মান করছি। এখানে কারো সম্পত্তি নেই। রফিক উল্লাহর সাথে বারবার স্থানীয় ভাবে শালিশ হলে তিনি মানেন নি। হামলার বিষয় জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।