
নওগাঁর মহাদেবপুরে মামুন(৩২) নামে এক কংক্রিটের খুঁটি ব্যবসায়ীকে মাথায় জখম করে হত্যা করা হয়েছে। এসময় ব্যবসায়ীর কাছে থাকা দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে ফয়েজ উদ্দিন হিমাগারের পাশে থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ী মামুন মহাদেবপুর উপজেলার জবারমোড় এলাকার বাসিন্দা। আটককৃতরা হলেন- একই গ্রামের ট্রাক চালক সুমন হোসেন ও চালকের সহযোগী সজিব হোসেন। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাজশাহীতে এক ব্যবসায়ীর কাছে ট্রাক যোগে কংক্রিটের খুঁটি (সিমেন্টের খুঁটি) বিক্রি করতে গিয়েছিলেন। খুঁটি বিক্রি করে দুই লাখ টাকা সহ আবারও ওই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাতের কোন এক সময় ট্রাক চালক ও সহযোগি মামুন ঐ ব্যবসায়ীকে মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যা করে। পরে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফয়েজ উদ্দিন হিমাগারের পাশে মরদেহ ফেলে রাখে। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সুমন ও সজিবকে আটক করে। তাদের দেয়া তথ্যমতে হিমাগারের পাশে জঙ্গলের মধ্যে প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করা হয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় দুইজন আটক করা হয়েছে।