Oops! Something went wrong on the requesting page
ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সাগর উপকূল থেকে এক কিশোরের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা সাগর উপকূল থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।জানা যায়,আজ রবিবার (১৯ নভেম্বর ২৩) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সাগর উপকূলে স্থানীয়রা একটি লাশ সাগর ভাসতে দেখেন।পরে খবর পেয়ে কুমিরা নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাউছিয়া কমিটির সহযোগীতায় লাশটি উদ্ধার করা হয়। এই বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ নাছির জানান,কুমিরা সাগর উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে একটি লাশ ভাসছে।এমন সংবাদের ভিত্তিতে আমরা ও গাউছিয়া কমিটির সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে কিশোরের মরদেহটি উদ্ধার করি।তার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট বাসিন্দা বলে জানতে পেরেছি। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।তবে উদ্ধারকৃত কিশোরের বয়স আনুমানিক ১৮ হবে।লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন