Oops! Something went wrong on the requesting page
ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে মাসুদ রানা অরফে আদম (২৫) নামে এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা অরফে আদম বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর গ্রামের এরশাদ আলীর ছেলে। বালিয়াডাঙ্গী উপজেলা কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা বলেন, স্কুল পড়ুয়া এক ছাত্রীকে ইভটিজিং করে ঐ যুবক। পরে ঐ ছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানালে তারা ওই যুবককে আটক করে প্রশাসনকে খবর দেন। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, সাজাপ্রাপ্ত যুবককে ১৯ নভেম্বর রবিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন