লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে শসা চাষ করে স্বাবলম্বী হয়েছেন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কৃষক জাহাঙ্গীর আলম (২৮)। মাত্র ৩০ শতক জমিতে শসা চাষ করে লক্ষ টাকা আয় করেছেন এক মাসেই। মাত্র ৩০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে শসা চাষ করে এক মাসে লক্ষাধিকের বেশী টাকা আয় করেছেন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের স্মার্ট কৃষক জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম চিনিপাড়া গ্রামের আব্দুস সামাদ-এর পুত্র। ছোট ব্যবসার পাশাপাশি উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ নিয়ে মাত্র ৩০ শতক জমিতে মালচিং পদ্ধতিতে শসা চাষ করে চমক লাগিয়ে দিয়েছেন। মাত্র ৪০হাজার টাকা খরচ করেন ৩০শতাংশ জমির জন্য। সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিউটি রাণী বৈরাগী জানান, তিনি নিয়মিত জাহাঙ্গীর আলমের শসা ক্ষেত পরিদর্শন করে সঠিক সময়ে কীটনাশক ও ছত্রাক নাশক ব্যবহারের পরামর্শ দিয়েছেন যে কারনে শসার ফলন তুলেনামুলক ভালো হয়েছে। তার ব্লকের ৫ হাজার জনের অধিক কৃষকের মধ্যে ২০০০জন নারী ও ৩০০০পুরুষ কৃষক রয়েছে। লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিনুর রহমান জানান, চলতি রবি মৌসুমে উপজেলায় ২৯ হাজার হেক্টর জমির সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল এর মধ্যে অর্জন হয়েছে ২০ হাজার হেক্টর। এর মধ্যে ৬ হাজার হেক্টর জমিতে শসা চাষ হয়েছে অপর জমি গুলোতে সিম, করলা টমেটো, বেগুন চাষ করা হয়েছে। শসা চাষি জাহাঙ্গীর আলমের বিষয়ে তিনি বলেন, এটি একটি অভাবনীয় সাফল্য। মাত্র ৩০শতাংশ জমি থেকে প্রতিদিন তিনি গড়ে ৮হাজার টাকা শসা বিক্রি করে মাসে লক্ষাধিক টাকা আয় করছেন। তার মত অন্যান্য কৃষকদের মালচিং পদ্ধতি শসা চাষের বার্তা দেন কৃষি কর্মকর্তা।