যশোর কেশবপুর উপজেলায় আপার ভদ্রা নদীর পাড় ঘেঁষে সামাজিক বন বিভাগের উদ্যোগে দৃষ্টিনন্দন সবুজায়ন করা হয়েছে। সামাজিক বন বিভাগ, যশোর কর্তৃক কেশবপুর উপজেলায় গৌরিঘোনা বাজারের পুরাতন নদীর মাথা হতে সন্যাসগাছা ভাঙ্গাপুল পর্যন্ত ২০২১-২২ আর্থিক সনে টেকসই বন ও জীবিকা (সুফল) শীর্ষক প্রকল্পের আওতায় ২০ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপন করে ২০০ কিলোমিটার (সিডলিং) স্ট্রীপ বাগান সৃজন করা হয়েছে। সামাজিক বনায়ন নীতিমালার আলোকে এ বাগান সৃজন করা হয়। বাগানটিতে মোট উপকারভোগীর সংখ্যা ১০০ জন। তন্মধ্যে ৭২ জন পুরুষ ২৮ জন মহিলা উপকারভোগী সম্পৃক্ত আছেন। বাগানটিতে প্রায় ২০ প্রজাতির চারা রোপন করা হয়েছে। গামার, চিকরাশি, জারুল, অর্জুন, আকাশমনি, মেহগিনি, বাবলা, শিলকড়ই, জলপাই, জাম, আমলকি, কাঁঠাল, আমড়া, বহেরা, নিম, চালতাসহ ফলজ ও বনজ বৃক্ষের বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। ১০ বছর পর বাগানের আবর্তকাল উত্তীর্ন হলে বাগানের গাছ বিক্রয়পূর্বক বিক্রয়লব্ধ অর্থের ৫৫% লভ্যাংশ উপকারভোগী সদস্যদের মাঝে সমভাবে প্রদান করা হবে। উপকারভোগীরা স্বত:স্ফূর্তভাবে বাগানটির সংরক্ষন ব্যবস্থা জোরদার রেখেছেন। সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফরেষ্টারগণ ও অন্যান্য বন কর্মচারীরা সময়ে সময়ে পরিদর্শন করে বাগান সংরক্ষন ব্যবস্থা সচল রেখেছেন। যশোর জেলার কেশবপুর উপজেলার আপার ভদ্রা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডর বাঁধে সৃজিত বাগানটি এলাকায় দৃষ্টিনন্দন অবস্থার সৃষ্টি করেছে। প্রাকৃতিক পরিবেশ উন্নত হয়েছে এবং বন বিভাগ কর্তৃক সবুজায়নের ফলে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর হয়েছে। এলাকার স্থানীয় লোকজন বিদ্যমান গাছের ছায়ায় বিশ্রাম নিয়ে থাকেন এবং বিভিন্ন প্রজাতির পাখপাখালির কলরবে বাগানটি এখন পরিপূর্ন। আপার ভদ্রা নদীর তীর সংরক্ষনে বাগানটি খুবই ইতিবাচক ভূমিকা পালন করছে। বাগানটি ভূমি ক্ষয়, বাঁধ সংরক্ষন ও প্রাকৃতিক বিপর্যয় রোধে সহায়তা করছে। উপকূলের কাছাকাছি যশোর জেলার শেষ সীমানায় আপার ভদ্রা নদীর তীরে সামাজিক বন বিভাগ, যশোর কর্তৃক সৃজিত বাগানটি দরিদ্র মানুষের আর্থিক স্বাবলম্বীতার পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। বাগানটি দৃশ্যমান পরিদর্শনে কর্মকর্তাবৃন্দ অগ্রনীভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি বাগান পরিদর্শন করেছেন ডিএসও আবু নাসার উদ্দিন উপসচিব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মোঃ আবুল কালাম বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ যশোর, অমিতা মন্ডল সহকারী বন সংরক্ষক সামাজিক বনায়ন জোন যশোর, মোঃ আব্দুল খালেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র যশোর, ফরেষ্টার মোঃ হাবিবুর জামান, কেশবপুর নার্সারী কেন্দ্র।