“শেখ রাসেল দীপ্তিময় নির্মল নিৰ্ভীক দুর্জয়” এই প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস-২০২৩ উদ্যাপন করা হয়েছে। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক গৃহীত দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সকাল ০৯:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ০৯:৩০ জেলা প্রশাসকের কার্যালয় হতে শহরের প্রধান সড়ক পুরাতন বাসস্টেন্ড প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে বর্ণাঢ্য র্যালীটি শেষ হয়। সকাল ৯:৪৫ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শেখ রাসেল দিবস এর কেন্দ্রীয় মূল অনুষ্ঠান সরাসরি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্প্রচার করা হয়। সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ রাসেল দীপ্তিময়/নির্মল নির্ভীক দুর্জয় প্রতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. রোখসানা পারভীন চৌধুরী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ। উক্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ এহসান শাহ, পুলিশ সুপার, সুনামগঞ্জ; মোহাম্মদ জাকির হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ; বাংলাদেশ আওয়ামীলীগ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত এবং জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান; রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।