ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলা চালিয়ে কয়েক নাগরিকদের হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ইমাম সমিতি। গত মঙ্গলবার সাতক্ষীরা নিউ মার্কেট সংলগ্ন শহীদ আলাউদ্দিন চত্বরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ সন্ত্রাসী ইসরাইলি বর্বরোচিত হামলার ধিক্কার জানিয়ে বলেছেন, এই হামলা ও চলমান সহিংসতার জন্য ইসরাইল একাই দায়ী। অনতিবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য দেয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুতকার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশ্ববাসীর কাছে এ কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। তাই অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। নেতৃবৃন্দ মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য ওআইসি, জাতিসঙ্ঘ, শান্তিকামী বিশ্ববাসী ও মুসলিম দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী ইসরাইলি হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ইমাম সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রসিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা তরিকুল ইসলাম, হাফেজ মাওলানা জুলফিকার আলী, মাওলানা শাহাদাত, মাওলানা রুস্তম আলী, মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মোতাহার হোসেন মুমিন, মাওলানা মোমাহার হোসেন ফিরোজ, মাওলানা আব্দুল হাকিম, হাফেজ কামরুল হাসান সহ আরো অনেকে।