জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার আফ্রিকাকে ‘নবায়নযোগ্য শক্তির পরাশক্তি’ হিসেবে গড়ে তুলতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
মহাদেশটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের প্রকল্পগুলিতে বিনিয়োগের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি যুগান্তকারী জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজন করছে। সেই সম্মেলনে গুতেরেস এই মন্তব্য করেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, আফ্রিকার অলৌকিক বিষয় হতে পারে নবায়নযোগ্য শক্তি। সামিটে গুতেরেস বলেন, আমাদেরকে অবশ্যই এটা করতে হবে। গুতেরেস বিশেষ করে অন্যতম প্রধান অর্থনীতির গ্রুপ জি-২০ নেতাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহান্তে জি-২০ নেতারা ভারতে মিলিত হচ্ছেন।
গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আপনারা আপনাদের লড়াইয়ে দায়িত্ব গ্রহণ করুন।