ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ (যমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয়- ইদ্রিস খাঁ, ইউনুচ খাঁ, চানু মেম্বার, ইমামুল ইসলাম, খাইরুল বিশ্বাস, ওহাব বিশ্বাস, রিয়াজুল ও আলী আহম্মেদ। এলাকাবাসী সূত্র জানায়, ৩ নম্বর কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামে আওয়ামী লীগ নেতা ইদ্রিস খাঁ ও রিয়াজুল ইসলামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই নিয়ে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সড়াবাড়িয়া বাজারে দুই গ্রুপ দেশীয় ধারালো অস্ত্র ও লাটি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের মধ্যে ইদ্রিস খাঁ, ইউনুচ খাঁ, চানু মেম্বার ও ইমামুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদেরকে যশোর মেডিকেল কলেজ (যমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় দু’পক্ষই থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।