ফরিদপুরের সালথায় ২০২২-২৩ অর্থবছরে চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষকদের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তুরাজ, সমাজসেবা অফিসার ফজলে রাব্বি নোমান প্রমূখ। এ ছাড়া অনুষ্ঠানে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশি আমন ধানবীজ, ১০ কেজি ডিএসপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।