জবি প্রতিনিধি:
সারা বাংলাদেশে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এরই ফলশ্রুতিতে ঈদের ছুটিতে সারা বাংলাদেশে কৃষকের পাকা ধান স্বেচ্ছাসেবী হিসেবে কেটে ও মাড়াই করে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা। এতে নারী কর্মীরাও সমানভাবে অংশ নিচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ফার্মেসি বিভাগের সভাপতি মো: আসিফ আরাফাত নিলয় তার বন্ধুদের নিয়ে আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শেরপুর জেলার নকলা থানার উরফা গ্রামের মস্তূ খা নামের এক কৃষকের জমির ধান কেটে শুকনা জায়গায় তুলে দেন।
এতে জমির মালিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গেরামে কামের লোক পাওয়া খুব মুশকিল। কামলারা এক হাজার ট্যাহা চায়। এত ট্যাহা কই পামু তাই নিজের জমি নিজেই কাটছি। এমন সময় নাতিরা আইসা সাহায্য করবার চাইল। আল্লাহ ইনাগো ভালা রাখুক।
নিলয় বলেন, আমি আমার ৩-৪ জন বন্ধু নিয়ে রাস্তা দিয়ে হাটে যাচ্ছিলাম, তখন দূর থেকে নানাকে দেখলাম এই প্রচন্ড রোদে নিজে একাই ধান কাটতেছিল, আমরা তিন-চারজন বন্ধু মিলে নানার জমিতে ধান কেটে দিয়ে আসি।
তিনি আরো বলেন, “কৃষক বাঁচলে বাঁচবে দেশ” মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ, এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে, আমার নেতা এস এম আক্তার হোসেন ভাইয়ের সৎ পরামর্শে দুস্থ ও অসহায় কৃষকদের পাশে থাকার সামান্য প্রয়াস। কৃষক ও মাটির এত কাছে যেতে পেরে খুব আনন্দিত ও গর্ববোধ করছি এবং এই কাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি কর্মীকে অংশগ্রহণ করতে অনুরোধ করছি।