ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারখালী বাজার বণিক সমিতির নির্বাচন হবে কবে – এ প্রশ্ন ব্যবসায়ীদের মাঝে। সমিতির বর্তমান কমিটির মেয়াদ গত ২৬শে ডিসেম্বর ২০২২ অতিবাহিত হলেও নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত কোনো গুরুত্ব¡পূর্ণ সিদ্ধান্ত হয়নি বলে জানান সমিতির একটি সূত্রে। ফলে ব্যবসায়ীদের মাঝে সমিতির নির্বাচন নিয়ে চলছে নানা গুঞ্জন। উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৬শে ডিসেম্বর কামারখালী বাজার বণিক সমিতির নির্বাচন এক আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কামারখালী বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান নির্বাচিত কমিটি তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। তারা নির্বাচনে আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচিত হলে কামারখালী বাজারের ব্যবসায়ীদের স্বার্থে টয়লেট নির্মান, টিউবওয়েল স্থাপন, সিসি ক্যামেরা স্থাপন, বাজারের রেজিস্টেশন সহ বাজারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করার কথা থাকলেও তাদের কথা রাখতে পারেনি তারা। ব্যবসায়ীদের আপদে বিপদে সমিতির দু একজন ছাড়া অন্য কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে কামারখালী বাজার বনিক সমিতি সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদকে মোবাইলে জিজ্ঞাসা করলে তিনি বলেন এটা চেয়ারম্যানের ব্যাপার। চেয়ারম্যান নির্বাচন দিলে নির্বাচন হবে। তাই নির্ধারিত সময়ে বনিক সমিতির নির্বাচন সু-সম্পন্ন করতে প্রশাসনের ও স্থানীয় সরকারের দৃষ্টি কামনা করেন বাজারের ব্যবসায়ীরা।