ফরিদপুরের মধুখালী থেকে ২৫৬ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে ফরিদপুর র্যাব-০৮। আটককৃতরা হলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের মোঃ ফাকু বিশ্বাসের ছেলে মোঃ জসিম বিশ্বাস (৩২) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার জুরান মোল্লার পাড়াগ্রামের মোঃ ওসমান শেখের ছেলে মোঃ শাহিন শেখ (৩৫)। র্যাব-৮, বরিশাল সূত্রে জানা যায়, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার বিকালে গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফরিদপুর জেলার মধুখালী মরিচ বাজার এলপিজি পাম্প এলাকায় মাদকের একটি চালান নিয়ে আসছে মাদককারবারীরা। উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মাইজকান্দি মোড়ে অবস্থান গ্রহন করে কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোঃ জসিম বিশ্বাস ও মোঃ শাহিন শেখ আসামিদ্বয়কে প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয় এবং উক্ত আসামির কাছ থেকে ২৫৬ বোতল ফেনসিডিল, ১টি প্রাইভেট কার, ৪টি মোবাইল, ৬ টি সিম এবং মাদক বিক্রিত ৬৪,৭০০ টাকা উদ্ধার করা হয়। র্যাব জানায় আসামীদ্বয় দীর্ঘদিন যাবত আন্তজেলা মাদক কারবারির সাথে জড়িত। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল এর ১৪ (গ) ধারায় মামলা রুজু করা হয়।