ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প স্বপ্ন নগরের পশ্চিম পাশে মধুমতী নদীর পাশে সরকারি খাস জমি থেকে মাটি কাটলেন স্থানীয় ইউপি সদস্য বেলাল মোল্যা। সেই মাটি এক্সক্যাভেটর দিয়ে কেটে লরি বোঝাই করে নেওয়া হচ্ছে অন্য স্থানে। তবে বিষয়টি স্বীকার করতে নারাজ বেলাল মোল্যা। তাঁর দাবি, এটি তাদের নিজেস্ব জমি বালু জমা হওয়াতে পতিত পড়ে আছে। যে কারণে ফসলের আবাদ তেমন হয় না। তাই বালু কেটে একটি রাস্তা করা হচ্ছে। সরেজমিন কাতলাসুর এলাকায় মাটি কাটার চিত্র চোখে পড়ে। ওই জমিতে এক্সক্যাভেটর দিয়ে বালু মেশানো মাটি কাটছে ইউপি সদস্য বেলাল মোল্যা। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেলাল মোল্যা সরকারি খাস জমি থেকে কয়েক দিন ধরে মাটি কাটছে। বেলাল মোল্যা বলেন, এটা কোনো খাস জমি না আমাদের নিজস্ব সম্পত্তি অল্প কিছু মাটি কেটে একটি রাস্তা করা হচ্ছে। আর তিন গাড়ি কাটার পর বন্ধ করে দিবো। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন, কৃষিজমিতে পুকুর খনন বা মাটি ভরাট অবৈধ। কেউ যদি আইনবহির্ভূতভাবে তা করেন, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।