চট্টগ্রামের সীতাকুণ্ড মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলেদের মাঝে গরু বাছুর বিতরণ করা হয়।বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা কার্যালয়ের সামনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুবিধাভোগী জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ১৭ টি গরু বাছু বিতরণ করা হয়।
জানা যায়,উপজেলার ৮টি ইউনিয়নে প্রথম ধাপে ১৭টি জেলেকে গরু বাছুর প্রদান করা হয়।সেই ইউনিয়ন গুলো হল-মুরাদপুর, সৈয়দপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী ও ছলিমপুর ইউনিয়নের ১৭ জেলের মাঝে গরু হস্তান্তর করা হয়।পরবর্তীতে আরও ১৭টি গরু এই মাসেই বিভিন্ন ইউনিয়নের জেলেরা পাবেন এবং প্রতিটি গরুর বাছুরের দাম ২৮ হাজার নির্ধারণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন,পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম,যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম,উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন