পতেঙ্গা থানার নাজির পাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রুস্তম আলী নামে এক ব্যক্তির জমিতে জোর পূর্বক বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। সংবাদ সূত্রে জানা যায়, মোঃ নুরুল আলম পিতা মৃত- আমজু মিয়া ও তার দুই ছেলে মোঃ ফরিদ আলম সুমন ও মোঃ নওশেদুল আলম জোর জবর দখল করে ভূক্তভোগী রুস্তম আলীর ওয়ারিশগণের ৯ শতাংশ জমিতে বাড়িঘর নির্মাণসহ সন্ত্রাসী কর্মকান্ড করছে বলে জানান। ঘটনার বিবরণে জানা যায়, মৃত মোঃ রুস্তম আলী দক্ষিণ পতেঙ্গার মৌজার ২২৮৮ খতিয়ানের ৩৫৬৫ দাগের ৯ শতাংশ জমির মা ও ১২ জন ওয়ারিশ ছেলে মেয়েরা মালিক হয়। এ বিষয়ে মৃত রুস্তম আলীর স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম মহানগরে ফৌজদারি মামলা দায়ের করেন। মামলা নং ২১৯/২৪ এবং ৩য় যুগ্ন জজ আদালতে ৯৫/২৪ দুটি মামলা নুরুল আলমের বিরুদ্ধে দায়ের করেন। আদালত উক্ত মিচ মামলা ২১৯/২০২৪ পরিপ্রেক্ষিতে পতেঙ্গা থানাকে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারা মতে আগামী ১০/১০/২০২৪ ইং তারিখ আদালতে উপস্থিত হয়ে মোঃ নুরুল আলমকে কারণ দর্শানোর নির্দেশ দেন। আদালতে ২টি মামলা বিচারাধীন থাকা অবস্থায় উক্ত জমিতে কিভাবে বাড়িঘর নির্মাণ করে এ বিষয়ে ভূক্তভোগী জমির মালিক ও এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রশ্ন বিরাজ করছে। বর্তমানে জমির মালিক ও তার ছেলেমেয়েরা নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন। এ বিষয়ে ভূক্তভোগী পরিবার প্রশাসন ও আদালতের কাছে ন্যায় বিচারের জন্য দাবি করেন। উক্ত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার বিষয়ে মোঃ নুরুল আলমের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আদালতের জবাব আদালতে দিব। বসতবাড়ি নির্মাণ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।