নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ দখলে থাকা প্রায় ১৭ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এ সময় সাইফুল ইসলাম খান (৩৫), পিতা-মমিনুল হক, মাতা- আক্তারের নেছা, গ্রাম-নাজিরপুর, উপজেলা-বেগমগঞ্জ, নোয়াখালীকে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় এই অভিযান পরিচালিত হয়।
আদালক সুত্র জানায়, বেগমগঞ্জ উপজেলার পৌরসভাধীন আলীপুর মৌজার ৫৭.৫৬ শতক ১নং খাস খতিয়ানভুক্ত জমি উদ্ধার, খাস জমি ভরাটের জন্য ব্যবহৃত আনুমানিক ১ লক্ষ ৯ হাজার ঘনফুট বালু জব্দ, জব্দকৃত বালু ৪ লক্ষ ৫২ হাজার টাকার প্রকাশ্য নিলাম এবং অবৈধ কার্যক্রম পরিচালনার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ আইনের আওতায় অভিযুক্ত সাইফুল ইসলাম খানকে ২ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার, পৌর তহশিলদার এবং থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন